Glenn Turner

শামিরা ফিরবে, বলছেন টার্নার

নিউজ়িল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করছেন, বুমরা এবং শামির বল সুইং করানোর ক্ষমতা ভারতের জন্য বাড়তি শক্তি হয়ে দেখা দেবে টেস্টে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

হ্যামিল্টন শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০০
Share:

আস্থা: টেস্ট সিরিজে ভারতকেই এগিয়ে রাখছেন টার্নার। ফাইল চিত্র

আসন্ন টেস্ট সিরিজে তাঁর দেশকে যে কিছুটা হলেও ফেভারিট ধরা হচ্ছে, তা দেখে প্রাক্তন নিউজ়িল্যান্ড অধিনায়ক গ্লেন টার্নার বেশ অবাক। তাঁর মনে হচ্ছে, সীমিত ওভারের ক্রিকেট সিরিজে যশপ্রীত বুমরাদের নিষ্প্রভ থাকাই এমন একটা ধারণার জন্ম দিচ্ছে।

Advertisement

টার্নারের যদিও বিশ্বাস, বুমরা এবং মহম্মদ শামি টেস্ট সিরিজে স্বমহিমায় ফিরবেন। ২১ ফেব্রয়ারি শুরু হচ্ছে প্রথম টেস্ট। টি-টোয়েন্টি সিরিজ ৫-০ হোয়াইটওয়াশ করার পরে ওয়ান ডে সিরিজে পাল্টা ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে বিরাট কোহালির দল। সংবাদসংস্থা পিটিআই-কে একান্ত সাক্ষাৎকারে টার্নার বলছেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আমার কোনও সময় নেই। ক্রিকেট খেলাটার জন্য এটা একটা কালো দাগ। পঞ্চাশ ওভারের ম্যাচ হতে পারে।’’ যোগ করছেন, ‘‘তবে এখনও পর্যন্ত এই সিরিজে দু’দলের বোলারদেরই কিছুটা নিষ্প্রভ দেখাচ্ছে। দু’টো ফর্ম্যাটেই আন্তর্জাতিক স্তরে যে রকম মান আশা করেছিলাম, তা বোলারদের দিক থেকে দেখতে পাইনি।’’

নিউজ়িল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করছেন, বুমরা এবং শামির বল সুইং করানোর ক্ষমতা ভারতের জন্য বাড়তি শক্তি হয়ে দেখা দেবে টেস্টে। ‘‘এই মুহূর্তের বিচারে হয়তো সামান্য এগিয়ে নিউজ়িল্যান্ড আর সেটা দেখে আমি বেশ অবাক। ভারত অনেক সুযোগ তৈরি করেছিল এবং যে রকম খেলেছে, তার চেয়ে অনেক ভাল ওরা খেলার ক্ষমতা রাখে,’’ বলে দিচ্ছেন তিনি। তবে অতিরিক্ত সাদা বলে খেলা টেস্টে ভারতের বিপদ ডেকে আনতে পারে বলেও সতর্ক করে দিচ্ছেন টার্নার। তার পরে ভারতীয় পেসারদের নিয়ে প্রশংসাই শোনা যাচ্ছে তাঁর মুখে। বলে দিচ্ছেন, ‘‘শামি দেখিয়ে দিয়েছে, ও খুব বড় প্রতিভা। পরিশ্রম করতে পারে। টেস্ট শুরু হলে ওয়ান ডে বোলিংয়ের ধরন ভুলে যেতে হবে। এবং, আমার মনে হচ্ছে, এখনও পর্যন্ত যে রকম দেখা গিয়েছে, টেস্ট সিরিজে তার চেয়ে ভাল ফর্মে দেখা যাবে ভারতীয় পেসারদের।’’

Advertisement

বুমরা চোট সারিয়ে ফিরছেন। ওয়ান ডে বা টি-টোয়েন্টি সিরিজে তাঁকে মোটেই পুরনো ছন্দে দেখা যায়নি। টার্নার আশা করছেন, লাল বলে ২৫ ওভার বল করার মতো সক্ষমতা দেখাতে পারবেন বুমরা। বলছেন, ‘‘অন্য রকম বোলিং অ্যাকশন হলেও বুমরার সহজাত প্রতিভা রয়েছে। পিচে পড়ার পরে ওর বল প্রত্যাশার তুলনায় জোরে আসে। সেই সঙ্গে নিশানাও দারুণ। ওয়ান ডে ক্রিকেটে ১০ ওভার বোলিং করছে ও। তবে টেস্টে ২৫ ওভার বল করাটা সম্পূর্ণ অন্য রকম ব্যাপার।’’

নিউজ়িল্যান্ড ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে টার্নারের মুখে কেন উইলিয়ামসনের প্রশংসা। কেনের প্রথাগত ভঙ্গিতে নেতৃত্ব দেওয়ার ধরন মনে ধরেছে তাঁর। মনে করছেন, নিউজ়িল্যান্ডকে স্থায়িত্ব এনে দিয়েছে কেনের নেতৃত্বের ধরন। সত্তরের দশকের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন টার্নার। বিশ্বকাপে তাঁরই সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ নট আউট করেন কপিল দেব। তবে ব্রেন্ডন ম্যাকালামকে বিশ্বমানের অধিনায়ক হিসেবে মানছেন না টার্নার। বলছেন, ‘‘কেনের অধিনায়কত্বের ধরন আমার খুব ভাল লাগে। চাপের মুখে বৃহত্তর ছবিটা দেখতে জানে ও। ম্যাকালামকে আমার আন্তর্জাতিক মানের মনে হয়নি। ২০১৫-তে ইংল্যান্ড সিরিজে ওর কিছু সিদ্ধান্ত ভয়াবহ ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement