লারার ঘোড়া

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টি টোয়েন্টি সিরিজ সদ্য ০-২ হেরেছে দলটা। তবু আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের উপরেই বাজি ধরতে চান কিংবদন্তি ব্রায়ান লারা। এ দিন হায়দরাবাদের এক অনুষ্ঠানে এসে লারা বলেছেন, ‘‘ঘরের মাঠে ভারতের চেয়ে বেশি বিপজ্জনক টিম কমই আছে।

Advertisement
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ০৩:২০
Share:

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টি টোয়েন্টি সিরিজ সদ্য ০-২ হেরেছে দলটা। তবু আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের উপরেই বাজি ধরতে চান কিংবদন্তি ব্রায়ান লারা। এ দিন হায়দরাবাদের এক অনুষ্ঠানে এসে লারা বলেছেন, ‘‘ঘরের মাঠে ভারতের চেয়ে বেশি বিপজ্জনক টিম কমই আছে। ২০১১ বিশ্বকাপ জেতার পর ঘরের মাঠে ঘরোয়া দর্শকদের সামনে খেলার চাপ সামলাতেও ওদের অসুবিধা হওয়ার কথা নয়।’’ লারা এর পর যোগ করেছেন, ‘‘ভারতীয় টিমে বৈচিত্র্য বা প্রতিভা, কোনওটারই অভাব নেই। ধোনির নেতৃত্বে ওরা দারুণ জ্বলে ওঠে। তাই ভারত এ বারও টি-টোয়েন্টি বিশ্ব খেতাবের অন্যতম দাবিদার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement