দু’শো রান করার পর ভারত অধিনায়ক। রবিবার কোটলায়। পিটিআই।
• দ্বিতীয় দিনের খেলা শেষ। শ্রীলঙ্কার রান তিন উইকেটে ১৩১।
• একশো রান পার করল শ্রীলঙ্কা।
• ৫০ রান করলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।
• ১৮ ওভারে শ্রীলঙ্কার রান তিন উইকেটে ৭৫।
• আউট হলেন দিলরুয়ান পেরেরা। রবীন্দ্র জাদেজার বলে এলবিডবলু হলেন পেরেরা।
• শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন।
• চা বিরতির পর ফের শুরু খেলা।
• চা বিরতিতে শ্রীলঙ্কা ১৮/২
• শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন। ইশান্তের বলে আউট ধনঞ্জয় ডি’সিলভা।
• মহম্মদ সামির বলে আউট দিমুত করুণারত্নে।
• শুরুতেই ধাক্কা শ্রীলঙ্কার। ইনিংসের প্রথম বলেই আউট করুণারত্নে।
• অপরাজিত ঋদ্ধিমান সাহা এবং রবীন্দ্র জাদেজা।
• ৫৩৬ রানে প্রথম ইনিংস ছাড়ল ভারত। সাত উইকেটে এই রান তোলে টিম বিরাট।
• আউট হলেন ভারত অধিনায়ক। ২৪৩ রানে আউট হলেন তিনি।
• ব্যাট করতে নামলেন ঋদ্ধিমান সাহা।
• আউট হলেন অশ্বিন।
• বিরাটের সঙ্গে ব্যাট করছেন রবিচন্দ্রন অশ্বিন।
• লাঞ্চের পর মাঠে নামলেন দুই দলের ক্রিকেটারেরা।
পেরেরা আউট হওয়ার পর টিম ইন্ডিয়ার উল্লাস। এএফপি।
• ভারতের রান পাঁচ উইকেটে ৫০০।
• লাঞ্চ ব্রেক।
• লক্ষ্মণ সান্দাকানের বলে আউট হলেন রোহিত শর্মা।
• ৬৫ রানে আউট রোহিত।
• আউট হলেন রোহিত শর্মা।
• ৫০০ রান পার করল ভারত।
• ২২০ রানে ব্যাট করছেন বিরাট।
• ১১৫ ওভারে ভারতের রান চার উইকেটে ৪৮১।
• ৫০ করলেন রোহিত শর্মা।
• বিনোদ কাম্বলির পর কোহলিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি পর পর দুটি টেস্টে দ্বিশতরান করলেন।
• ভারতের হয়ে সবচেয়ে বেশি ডবল সেঞ্চুরি করার ক্ষেত্রে সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের সঙ্গে একই পর্যায়ে উঠে এলেন বিরাট। ওই দুই প্রাক্তন ব্যাটসম্যানেরও টেস্টে দ্বিশতরান ছয়টি।
• প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ছয়টি দ্বিশতরানের রেকর্ড বিরাট কোহলির।এ ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারাকে পিছনে ফেললেন তিনি।
• অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ভারত অধিনায়কের।
• এটি বিরাটের ষষ্ঠ দ্বিশত রান।
• ডাবল সেঞ্চুরি করলেন বিরাট।
• বিরাট কোহালি ১৯৯।
• ১৯৭ রানে ব্যাট করছেন বিরাট।
• ১৯৪ রানে ব্যাট করছেন ভারত অধিনায়ক।
• নিজের ষষ্ঠ দ্বিশত রানের পথে বিরাট কোহালি।
• ১৮৭ রানে ব্যাট করছেন বিরাট।
• রোহিত শর্মাও বড় রানের দিকে এগোচ্ছেন।
• ১৭৭ রানে ব্যাট করছেন অধিনায়ক বিরাট কোহালি।
• ৯৯ ওভারে ভারতের রান চার উইকেটে ৪১১।
• চারশো রান পার করল ভারত।
আরও পড়ুন: বিরাট-বিজয় জুটির শোভা
প্রথম দিন যেখানে শেষ করেছিলেন, আজ যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন বিরাট-রোহিত।
শ্রীলঙ্কার বিরুদ্ধের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন বড় রানের লক্ষ্যে শুরু করল ভারত। কুয়াশা মোড়া সকালে শ্রীলঙ্কার বোলারদের আরও কতটা চ্যালেঞ্জের সামনে ফেলতে পারেন বিরাট-রোহিত জুটি, সেটাই দেখার।