দ্বিতীয় টি২০ ম্যাচে জিতল শ্রীলঙ্কা। ছবি টুইটার
শেষরক্ষা হল না ভারতের। ম্যাচ জিতে টি২০ সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। চার উইকেটে হারলেন ধবনরা। সিরিজের নির্ণায়ক ম্যাচ কাল।
রাহুল চাহার ফিরিয়ে দিলেন ওয়ানিন্দু হাসরঙ্গকে। পাঁচ উইকেট পড়ে গেল শ্রীলঙ্কার। জয়ের স্বপ্ন ক্রমশ জোরালো হচ্ছে।
আবার সাফল্য কুলদীপের। এবার উইকেটে জমে যাওয়া ভানুকাকে ফেরালেন তিনি।
বুদ্ধি কাজে লাগিয়ে উইকেট ভারত। কুলদীপকে এগিয়ে খেলতে গিয়েছিলেন শনকা। মিস করেন। স্টাম্প করে দিলেন সঞ্জু।
বরুণ চক্রবর্তীর জাদু শুরু। প্রথম উইকেটে তামিলনাড়ুর স্পিনারের। ভারতের দ্বিতীয় সাফল্য।
বাউন্ডারির ধারে দুর্দান্ত ক্যাচ নিলেন রাহুল চাহার। শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন।
স্কোরবোর্ডে বড় রান তুলতে ব্যর্থ ভারত। জিততে গেলে শ্রীলঙ্কাকে ১৩৩ করতে হবে, যা টি২০-তে রানের তুলনায় অনেকটাই সহজ।
ফিল্ডারের উপর দিয়ে ওড়াতে গিয়ে ভুল করে বসলেন নীতীশ। ৯ রান করে ফিরলেন।
আকিলার বলে অদ্ভুতভাবে প্লেড-অন হলেন সঞ্জু। পাঁচ উইকেট পড়ে গেল ভারতের।
আকিলার বলে স্লগ সুইপ মারতে গিয়ে মিস করলেন ধবন। ফিরে গেলেন ৪০ রানে।
আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারালেন রুতুরাজ। ফিরলেন ২১ রান করে।
করোনা আক্রান্ত হয়ে একাধিক ক্রিকেটার নিভৃতবাসে। তাই চার অভিষেক হল এই ম্যাচে। দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়া এবং নীতীশ রানার টি২০-তে অভিষেক হল।