India Vs Srilanka

শ্রীলঙ্কাকে ইনিংসে হারিয়ে সিরিজ জয় ভারতের

৩৮৬ রানে শেষ হয়ে গেল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। এক ইনিংস বাকি থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। গল টেস্টের পর কলম্বো টেস্টেও নিজেদের দাপট দেখাল ভারতীয় ব্রিগেড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ১০:৩৬
Share:

ধনঞ্জয়কে আউট করে ভারতীয় দল। ছবি: এএফপি।

৩৮৬ রানে শেষ হয়ে গেল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। এক ইনিংস বাকি থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। গল টেস্টের পর কলম্বো টেস্টেও নিজেদের দাপট দেখাল ভারতীয় ব্রিগেড। ভারতের ৬২২ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। দ্বিতীয় ইনিংসে লঙ্কা বাহিনীকে ফলো অন করায় ভারতীয় অধিনায়ক কোহালি। কিন্তু তাতেও ব্যর্থ হয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে মেন্ডিস এবং করুণারত্ন শতরান করলেও ইনিংসের হার বাঁচাতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। ভারতের হয়ে পাঁচটি উইকেট নেন রবীন্দ্র জাডেজা,দু'টি শিকার হার্দিক পাণ্ড্য এবং রবিচন্দ্রন অশ্বিনের। একটি উইকেট নেন উমেশ যাদব। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের রবীন্দ্র জাডেজা।

Advertisement

১ রান করে আউট হলেন নুওয়ান প্রদীপ।

আউট...

Advertisement

•৩১ আউট হলেন ডিকবেলা। শ্রীলঙ্কা ৩৮৪/৯।

আউট...

•আউট হলেন ধনঞ্জয় ডি'সিলভা। শ্রীলঙ্কার রান ৩৭৬/৮।

আউট...

•শ্রীলঙ্কা ৩২৫/৭। এখনও ১১৪ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

•আরও এক উইকেটের পতন। জাডেজার বলে স্ট্যাম্প হয়ে মাঠ ছাড়লেন দিলরুবানা পেরেরা।

আউট...

•শ্রীলঙ্কা ৩১৯/৬।

•করুণার পর প্যাভিলিয়নে ফিরলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

আউট...

•শ্রীলঙ্কা ৩১১/৫। এখনও ১২৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

•অবশেষে করুণারত্নের উইকেট নিতে সক্ষম হল ভারতীয় বোলিং লাইনআপ। জাডেজার বলে আউট হয়ে মাঠ ছাড়লেন করুণা(১৪১)।

আউট...

•শ্রীলঙ্কা ৩০৫/৪। এখনও ১৩৪ রান পিছিয়া টিম শ্রীলঙ্কা।

•শুরু হল দ্বিতীয় সেশনের খেলা।

•লাঞ্চ ব্রেক।

•শ্রীলঙ্কা ৩০২/৪। এখনও ১৩৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

•৩০০ রানের গোণ্ডি টপকাল শ্রীলঙ্কা।

•শ্রীলঙ্কা ২৯১/৪। এখনও ১৪৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

•ঘুড়ে দাঁড়ানোর লড়াই শ্রীলঙ্কার।

•শ্রীলঙ্কা ২৪৭/৭

•অশ্বিনের পর বল হাতে করিশ্মা দেখালেন রবীন্দ্র জাডেজা।

আউট...

•দিনের প্রথম উইকেট পেল ভারত। অশ্বিনের বলে আউট পুস্পকুমারা(১৬)।

আউট...

• শতরান করলেন করুণারত্ন। শ্রীলঙ্কার রান ২২৭/২।

আরও পড়ুন: মেন্ডিসের ঝড়ে জমজমাট টেস্ট

চতুর্থ দিনের খেলা শুরু

ভারতের ৬২২ রানের জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৮৩ রানে। এর পর মেন্ডিস-করুণারত্নদের ফলো অন করায় ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে দেখা যায় পরিকল্পনার ছাপ। শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ইনিংসে শতরান করেন কুশল মেন্ডিস। শতরানের মুখে অন্য ওপেনার করুণারত্নও। এই পরিস্থিতিতে দেখার ম্যাচের চতুর্থ দিন ভারতেকে চাপে ফেলতে পারে কি না শ্রীলঙ্কার তরুণ দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement