India vs Sri Lanka 2nd Test Day 2

ভারতের ৬২২ রানের পাহাড়, দুই ওপেনারকে হারিয়ে চাপে শ্রীলঙ্কা

ম্যাচের প্রথম থেকেই মনসিক চাপ তৈরি করার খেলায় দু'দলের ক্রিকেটারেরা। ভারতের উপর চাপ বাড়াতে নয়া কৌশল লঙ্কা সারথীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ১১:১৫
Share:

লড়ছেন রবীন্দ্র জাডেজা। ছবি: রয়টার্স।

দ্বিতীয় দিনের খেলা শেষ

Advertisement

কলম্বো টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৯উইকেট হারিয়ে ৬২২ রান তোলে ভারত। জবাবে ইনিংসের শুরুতেই দু'উইকেট হারায় শ্রীলঙ্কা। দু"টি উইকেটই নেন রবিচন্দ্রন অশ্বিন। দিনের শেষে ৮ রান করে অপরাজিত রয়েছেন লঙ্কা অধিনায়ক দীনেশ চান্ডিমল এবং ১৬ রানে কুশল মেন্ডিস।

Advertisement

•আবার অশ্বিন...মাত্র ২৫ রান করে অশ্বিনের বলে আউট শ্রীলঙ্কার আরেক ওপেনার করুণারত্নে।

আউট...

•অশ্বিনের বলে আউট উপুল থরাঙ্গা(০)।

•ভারতের ৬২২ রানের জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই উইকেট হারাল শ্রীলঙ্কা।

প্রথম ইনিংসে ভারত ৬২২/৯

•ডিক্লেয়ার দিল ভারতীয় দল। ৯ উইকেটে ৬২২ রান নিয়ে ইনিংস ঘোষনা করলেন ভারত অধিনায়ক।

•৯ উইকেট হারিয়ে ভারতের রান ৬০৩।

•আরও একটি উইকেটের পতন। আউট হলেন মহম্মদ সামি(১৯)।

আউট...

•হেরাথের বলে স্ট্যাম্প হয়ে মাঠ ছাড়লেন ঋদ্ধিমান সাহা(৬৭)।

আউট...

টি ব্রেক শেষে দিনের ফাইনাল সেশনের খেলা শুরু।

টি ব্রেক

শেষ দ্বিতীয় সেশনের খেলা। ৭উইকেট হারিয়ে ভারতের রান ৫৫৩। ৫৯ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন ঋদ্ধিমান সাহা। অন্য দিকে, ৩৭ রান করে ঋদ্ধির সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাডেজা।

•পুস্পকুমারার বলে আউট হয়ে ক্রিজ ছাড়লেন হার্দিক পাণ্ড্য(২০)। ভারতের রান ৭ উইকেটে ৪৯৭।

আউট...

•১২৫ ওভারে ভারত ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪৬৪।

•লাঞ্চের পর দ্বিতীয় ওভারেই উইকেট হারাল ভারত। ৫৪ রান করে আউট রবিচন্দ্রন অশ্বিন।

আউট...

লাঞ্চ ব্রেক শেষে শুরু হল দ্বিতীয় সেশনের খেলা।

লাঞ্চ ব্রেক

দ্বিতীয় দিনের লাঞ্চের আগে পর্যন্ত চালকের আসনে ভারত। দিনের শুরুতেই দুই সেঞ্চুরিয়ান অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারার উইকেট তুলে নেনে শ্রীলঙ্কান বোলাররা। তবে, প্রথম সেশনে ২ উইকেট হারালেও ভারতীয় ব্যাটিংয়ের অবস্থা বেশ স্থিতিশীল। ৪৭ রানে অশ্বিন এবং ১৬ রানে ঋদ্ধিমান সাহা অপরাজিত রয়েছেন। ভারতের রান ৪৪২/৫(১২০ ওভার)।

•১১৫ ওভার শেষে ভারতের রান ৫ উইকেটে ৪২৯।

•পুস্পকুমারার বলে স্ট্যাম্প হয়ে মাঠ ছাড়লেন অজিঙ্ক রাহানে।

আউট...

•অশ্বিনকে নিয়ে বড় রানের লক্ষ্যে অজিঙ্ক রাহানে।

আরও পড়ুন: অর্জুন পুরস্কারের জন্য নাম পাঠানো হল পূজারা, হরমনপ্রীতের

•ম্যাচের শুরুতেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। করুণারত্নের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়তে হল পূজারাকে।

আউট...

আরও পড়ুন: দুই নীরব যোদ্ধার দাপটে শাসক ভারত

দ্বিতীয় দিনের খেলা শুরু

দ্বিতীয় টেস্টের প্রথম দিনর শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ৩৪৪। চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের জোড়া সেঞ্চুরির উপর ভর করে প্রথন দিনেই শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ফেলে দেয় ভারত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখার দ্বিতীয় দিনে কী রণনীতি তৈরি করে লঙ্কা বাহিনী। ভারতীয় ব্যাটসম্যানদেরই বা কী স্ট্র্যাটেজি হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement