ওয়ানডে কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি করলেন স্মৃতি মন্ধানা। ছবি টুইটারের সৌজন্যে।
বিরাট কোহালির দল বুধবার একদিনের সিরিজের প্রথম ম্যাচে হারিয়েছিলেন নিউজিল্যান্ডকে। এ বার মিতালি রাজের নেতৃত্বে ভারতের মহিলা ক্রিকেট দলও সিরিজের প্রথম ম্যাচে দাপটে হারাল কিউইদের।
বাঁ-হাতি ওপেনার স্মৃতি মন্ধানার ওয়ানডে কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরির সুবাদে ১০২ বল বাকি থাকতে নয় উইকেটে জিতল ভারত। আইসিসি চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন ম্যাচের এই সিরিজে ভারত যার ফলে ১-০ এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৯ জানুয়ারি মাউন্ট মাউনগানুইয়ে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মিতালি। ৪৮.৪ ওভারে ১৯২ রানে শেষ হয় কিউইদের ইনিংস। একতা বিস্ট (৩-৩২), পুনম যাদব (৩-৪২), দীপ্তি শর্মারা (২-২৭) নিয়মিত আঘাত হানেন বাংলার ঝুলন গোস্বামী দশ ওভারে দেন ৪১ রান। তিনি কোনও উইকেট পাননি। নিউজিল্যান্ডের ইনিংসে। কিউইদের হয়ে সর্বাধিক ৩৬ রান করেন ওপেনার সুজি বেটস।
আরও পড়ুন: ‘চহাল টিভি’-তে এ বার অভিষেক হল কুলদীপের
আরও পড়ুন: বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সরফরাজ, তদন্তে আইসিসি
১৯৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়েই ১৯০ তুলে ফেলে ভারত। ১০৪ বলে ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলেন মন্ধানা। তাঁর ইনিংসে ছিল নয় বাউন্ডারি ও তিন ওভার-বাউন্ডারি। স্মৃতির সঙ্গী ওপেনার জেমাইমা রডরিগেজ অপরাজিত থাকেন ৮১ রানে। ৯৪ বলের ইনিংসে তিনিও মারেন নয়টি চার। স্মৃতি আউট হওয়ার পর দীপ্তি শর্মা নামলেও তিনি কোনও বল খেলেননি। ৩৩ ওভারে জিতে যায় ভারত (১৯৩-১)। জিতে দুই পয়েন্ট পেল ভারত।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)