টেলরকে স্টাম্প করছেন ধোনি। ছবি টুইটারের সাহায্যে।
নতুন বছর দারুণ যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির। ব্যাটে রান করছেন ধারাবাহিক ভাবে। একইসঙ্গে উইকেটের পিছনে গ্লাভস হাতেও থাকছেন বরাবরের মতোই বিশ্বস্ত। শনিবার যেমন নিউজিল্যান্ডের রস টেলরকে চকিতে করা তাঁর স্টাম্পিং প্রশংসিত হল সোশ্যাল মিডিয়ায়।
সেটা নিউজিল্যান্ডের ইনিংসের ১৮তম ওভার। বল করছিলেন কেদার যাদব। ব্যাট করছিলেন রস টেলর। ওভারের প্রথম বলে ফ্লিপারে টেলরকে বোকা বানিয়েছিলেন কেদার। বল ঘুরবে ভেবে খেলেছিলেন টেলর। কিন্তু বল সোজা যায়। সেকেন্ডের ভগ্নাংশের জন্য পিছনের পা উঠে গিয়েছিল টেলরের। সেই সুযোগেই স্টাম্পিং করেন এমএসডি।
তবে টেলর যে সত্যিই আউট, তা নিয়ে নিঃসংশয় ছিলেন না ধোনিও। রিপ্লেতে দেখায় টেলর আউট। জায়ান্ট স্ক্রিনে সেটাই ফুটে উঠে। যা ধোনির কিপার হিসেবে দক্ষতার পরিচয় রাখে। ৩৭ বছর বয়সী বুঝিয়ে দেন কেন উইকেটের পিছনে তাঁর উপস্থিতি এত জরুরি। ব্যাট হাতেও ধারাবাহিক রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ায় তিন ইনিংসেই করেছিলেন পঞ্চাশ। জিতিয়েছিলেন দলকে। শনিবারও স্লগ ওভারে ব্যাট হাতে পুরনো ধোনিকেই দেখা গিয়েছে বে ওভালে। যার ফলে তিনশোর ওপারে যায় ভারত।
আরও পড়ুন: ৩৩৪ ওয়ানডে খেলে ফেললেন ধোনি, সচিন-দ্রাবিড়ের পরেই তিনি
আরও পড়ুন: খোঁচা দিয়েও ক্রিজে থাকলেন পূজারা, সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)