একফ্রেমে বিরাট-রোহিত। ফাইল চিত্র।
টেস্ট ক্রিকেট বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান এখন বিরাট কোহালি। কিন্তু, ওভারের ক্রিকেটে রোহিত শর্মা একই রকম দাপট দেখিয়ে চলেছেন রোহিত শর্মা। ২০১৩ সাল থেকে ধরলে বিরাট ও রোহিতের মধ্যে পারফরম্যান্সে খুব বেশি ফারাক নেই।
বিরাট না রোহিত, কে সেরা? এই প্রশ্ন কার্যত এড়িয়েই গেলেন বর্ষীয়ান ক্রিকেটার হরভজন সিংহ। অফস্পিনার সাফ বলেছেন, “এটা খুব কঠিন প্রশ্ন। রোহিত আর কোহালি দু’জনেই অসাধারণ ক্রিকেটার। দু’জনেই ম্যাচ-উইনার। রেকর্ডই ওদের হয়ে কথা বলছে। রোহিত শর্মা অসাধারণ প্রতিভাবান। বিরাট যদিও মূলত পরিশ্রমী ক্রিকেটার। রোহিতের মতো হয়তো অতটা প্রতিভাবান নয় কোহালি। তবে কঠোর পরিশ্রম ও খেলার প্রতি প্যাশন বিরাটকে এই জায়গায় নিয়ে গিয়েছে। কে বেটার ব্যাটসম্যান, এটা বলা আমার পক্ষে তাই কঠিন। এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে দু’জনেই ভারতের হয়ে খেলে। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত অবশ্য চার সেঞ্চুরি করে ফেলেছেন। যা বিশ্বরেকর্ড। অথচ, বিরাট কোহালির এখনও একটাও সেঞ্চুরি নেই এই ফরম্যাটে। হরভজন বলেছেন, “রোহিত ওপেন করে। তাই ও এতগুলো সেঞ্চুরি করতে পেরেছে। ও অনেক বেশি বল খেলার সুযোগ পায়। শুরুতে ভারত উইকেট হারালে কোহালিকে আবার অনেক সময় মন্থর ব্যাটিং করতে হয়। আর যখন বড় রানের মঞ্চ তৈরি করে, ততক্ষণে ১৫-১৬ ওভার কেটে যায়। আমাদের তাই পরিসংখ্যান দেখলে ঠিক হবে না। ভারতীয় ক্রিকেটে এদের অবদানের দিকেই বরং নজর রাখতে হবে।”
আরও পড়ুন: ঐতিহাসিক সিরিজ জয়ের লক্ষ্যে কাল নামছেন রোহিতরা
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে নেতৃত্বের রেকর্ডে সরফরাজ-ক্লার্কের সঙ্গে যুগ্মশীর্ষে রোহিত
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)