ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক বিরাট কোহালিকে। বিশ্বকাপকে সামনে রেখে বেশ কয়েকজন তরুণকে দেখে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে নামছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। দু-একটা পরিবর্তন হতে পারে দলে। দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন প্রথম একাদশ নামাতে পারে ভারত।
শিখর ধওয়ন: ৮৪.৫০ গড়ে রান করছেন চলতি সফরে। চমৎকার ফর্মে রয়েছেন ভারতের এই বাঁহাতি ওপেনার।
রোহিত শর্মা: বিরাট কোহালি না থাকায় দলের নেতৃত্বে থাকছেন রোহিত। চলতি সফরে করেছেন ১৬০ রান। হ্যামিলটনে ২০০তম ওয়ান ডে খেলবেন রোহিত।
শুভমান গিল: বিরাট-ধোনি না থাকায় অভিষেক হতে পারে এই তরুণের। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের সাফল্যে এই তরুণের ভূমিকা ছিল অসাধারণ।
অম্বাতি রায়ুডু: অস্ট্রেলিয়ার পর চলতি নিউজিল্যান্ড সফর। খুব বড় রান না করলেও ধারাবাহিক ভাবে রান করে চলেছেন। চার নম্বরে রায়ুডুকেই সুযোগ দেবেন রোহিত।
দীনেশ কার্তিক: ধোনি অসুস্থ। এই ম্যাচেও দলে থাকছেন কার্তিক। তৃতীয় একদিনের ম্যাচে সুযোগ পেয়েই সফল হয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
কেদার যাদব: বল-ব্যাট উভয় দিক থেকে দলকে ভরসা দিচ্ছেন। বিশ্বকাপের আগে কেদারকে ভাল করে দেখে নিতে চাইছে দল।
হার্দিক পাণ্ড্য: শাস্তি থেকে ফিরেই বুঝিয়ে দিয়েছেন দলের পক্ষে কতটা অপরিহার্য। শেষ দুটি ম্যাচেই হার্দিক সুযোগ পাবেন, সন্দেহ নেই।
ভুবনেশ্বর কুমার: অস্ট্রেলিয়া সফর থেকেই নজর কাড়ছেন। বুমরা না থাকায় দলের পেস আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।
কুলদীপ যাদব: কোনও বিশেষণই বোধ হয় যথেষ্ট নয়। ভারতীয় স্পিন আক্রমণকে নতুন মাত্রা দিয়েছেন। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের মাটিতেও চলছে কুলদীপ ম্যাজিক।
মহম্মদ শামি: অস্ট্রেলিয়া সফরের পর নিউজিল্যান্ড সফর— যেন নতুন করে আবিষ্কার করেছে শামিকে। ক্রমেই বিধ্বংসী হয়ে উঠেছেন।
যুজবেন্দ্র চহাল: বিশ্বকাপের আগে কুল-চা জুটি ভারতকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। কুলদীপের মতোই চহালের স্পিন কিউইদের রীতিমতো আতঙ্কের কারণ হয়ে উঠেছে।