Mahendra Singh Dhoni

নিউজিল্যান্ডে সবচেয়ে বড় সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে

১৯৬৭ সালে প্রথমবার কিউইদের দেশে এসেছিল ভারত। ৫২ বছর হয়ে গিয়েছে, টেস্ট-একদিন-টি২০, কোনও ফরম্যাটেই এদেশে ৪-০ এগোতে পারেনি টিম ইন্ডিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

হ্যামিলটন শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ১৫:৫১
Share:

ধোনি কি হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে খেলবেন হ্যামিলটনে? :ছবি বিসিসিআইয়ের সৌজন্যে।

৩-০ হয়ে গিয়েছে আগেই। পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচ বৃহস্পতিবার। যা ৪-০ করার বিরল সুযোগ আনছে ভারতের সামনে। কারণ নিউজিল্যান্ডে কখনই ভারত এত বড় ব্যবধানে কোনও সিরিজ জেতেনি।

Advertisement

১৯৬৭ সালে প্রথমবার কিউইদের দেশে এসেছিল ভারত। ৫২ বছর হয়ে গিয়েছে, টেস্ট-একদিন-টি২০, কোনও ফরম্যাটেই এদেশে ৪-০ এগোতে পারেনি টিম ইন্ডিয়া। তাই সিরিজের শেষ দুই ম্যাচ হয়ে উঠছে হোয়াইটওয়াশের হাতছানি। আবার সামনেই বিশ্বকাপ বলে, সবাইকে দেখে নেওয়ার ব্যাপারও রয়েছে।

মহেন্দ্র সিংহ ধোনির হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে অবশ্য থাকছে ধোঁয়াশা। ধোনিকে বুধবার অনুশীলনে দেখা গিয়েছে নিজের মেজাজে। যা থেকে ইঙ্গিত, ধোনির খেলা নিয়ে সংশয়ের অবকাশ নেই। তবে তা পরিষ্কার করে জানানো হয়নি। টস হওয়ার আগে ধোনির খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিরাট কোহালিকে বিশ্রাম দেওয়ায় এই ম্যাচে টস করতে যাবেন আবার রোহিত শর্মা

Advertisement

আরও পড়ুন: শোয়েব আখতারকে একহাত নিলেন সরফরাজ, পোস্ট করলেন ভিডিয়ো

আরও পড়ুন: কাল কেরিয়ারের ২০০তম ওয়ানডে, রোহিত কি স্মরণীয় করে রাখবেন?

কোনও ওয়ানডে সিরিজে শেষবার ২০১২ সালে নিউজিল্যান্ড টানা চার ম্যাচে হেরেছিল। তবে তা ছিল ওয়েস্ট ইন্ডিজে। এ বার কেন উইলিয়ামসনের দলের সামনে লজ্জার ভ্রুকুটি। অধিনায়ক উইলিয়ামসন নিজে বড় রান পাচ্ছেন না। তিন ম্যাচে করেছেন যথাক্রমে ৬৪, ২০ ও ২৮। ওপেনিংয়ে মার্টিন গাপ্টিলও ব্যর্থ। মিডল অর্ডারে রস টেলর লড়াই করলেও একা পড়ে যাচ্ছেন। কিউই ব্যাটসম্যানদের ভারতের দুই ‘রিস্ট স্পিনার’ কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহালের বোলিংয়ের সামনে দিশেহারা দেখাচ্ছে। পেসার মহম্মদ শামি আবার দুটো ম্যাচে হয়েছেন সেরা। প্রথম তিন ম্যাচের দল থেকে নিউজিল্যান্ড বাদ দিয়েছে ডাগ ব্রেসওয়েল ও ইশ সোধিকে। পরিবর্তে এসেছেন অলরাউন্ডার জিমি নিশাম ও লেগস্পিনার টড অ্যাস্টল। বৃহস্পতিবার খেলতে পারেন দু’জনেই।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement