Virat Kohli

India vs England 2021:ব্রড-অ্যান্ডারসনদের বিরুদ্ধে সমস্যা হবে না বিরাট-রহাণেদের, এমনটাই মনে করেন গাওস্কর

২০০৭ সালের পর একবারও ইংল্যান্ডের বিরুদ্ধে সেদেশের মাটিতে জিততে পারেনি ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ১৮:১৪
Share:

সুনীল গাওস্কর ফাইল চিত্র

ইংল্যান্ডের শুকনো পিচে স্টুয়ার্ট ব্রডজেমস অ্যান্ডারসনদের সামলাতে খুব বেশি বেগ পেতে হবে না বিরাট কোহলী, অজিঙ্ক রহাণেদের। এমনটাই মনে করেন সুনীল গাওস্কর। অগস্টের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ।

Advertisement

সেই সিরিজ শুরুর আগে গাওস্কর বলেন, ‘‘ইংল্যান্ডে অগস্ট, সেপ্টেম্বর মাসে ব্যাটসম্যানদের চিন্তা কিছুটা কম থাকে। শুকনো উইকেটে খুব বেশি সুবিধা পাবে না ব্রড, অ্যান্ডারসনরা। প্রথম ম্যাচে ভাল কিছু করতে না পারলে ওদের ওপর চাপ বাড়বে। তখন আরও সুবিধা হবে ভারতের ব্যাটসম্যানদের।’’

২০০৭ সালের পর একবারও ইংল্যান্ডের বিরুদ্ধে সেদেশের মাটিতে জিততে পারেনি ভারত। তার ওপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে। শেষবার ১-৪ ফলে সিরিজ হারতে হয়েছিল বিরাটদের। তবে তাতে হতাশ হওয়ার কারণ নেই বলেই মনে করছেন গাওস্কর। বরং সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়াতে হবে। তিনি বলেন, ‘‘ইংল্যান্ড সফরের শুরুটা খারাপ হয়েছে ভারতের। তবে জেদ নিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে হবে। তবেই ভাল কিছু করা সম্ভব হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement