India

India vs England 2021: দু’ বার টিকা নিয়েও কেন নিভৃতবাস? প্রশ্ন তুলে দিলেন রবি শাস্ত্রী

দয়ানন্দ গরানীর সংস্পর্শে আসার জন্য ভরত অরুণ, ঋদ্ধিমান সাহা ও অভিমন্যু ঈশ্বরণকে ১০ দিনের নিভৃতবাসে থাকতে হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৫:০৪
Share:

নিভৃতবাসে থাকা বিরক্তিকর, জানিয়ে দিলেন রবি শাস্ত্রী। ফাইল চিত্র

করোনা পরিস্থিতির জন্য ক্রীড়াবিদদের নিভৃতবাসে থাকা বাধ্যতামূলক। সেটাই মানতে পারছেন না ভারতীয় দলের মুখ্য প্রশিক্ষক রবি শাস্ত্রী। তাঁর দাবি দুবার কোভিড টিকা নিলেই যদি ভাইরাসকে হারানো যায়, তাহলে ঘরবন্দি কেন থাকতে হবে! সতীর্থ ভরত অরুণের সঙ্গে টুইটারে ছবি দিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন অলরাউন্ডার।

Advertisement

শাস্ত্রী লিখেছেন, ‘অনেক দিন পরে আমার ডান হাত, আমার বন্ধু ঘরে ফিরে এসেছে। ওকে আগের থেকে অনেক বেশি ফিট লাগছে। তবে কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসার পরেও ১০ দিন ঘরবন্দি থাকা খুবই বিরক্তিকর। এটা খুব খারাপ নিয়ম। দুবার টিকা নিলেই তো সমস্যা মিটে যায়।’

Advertisement

এক ফ্রেমে দুই বন্ধু। রবি শাস্ত্রী ও ভরত অরুণ। ছবি - টুইটার

ভারতীয় দলের থ্রো ডাউন বিশেষজ্ঞ ও ম্যাসাজ থেরাপিস্ট দয়ানন্দ গরানী আক্রান্ত হয়েছিলেন। তাঁর সংস্পর্শে আসার জন্য ভরত অরুণ, ঋদ্ধিমান সাহা ও অভিমন্যু ঈশ্বরণকে ১০ দিনের নিভৃতবাসে থাকতে হয়েছিল। সেই নিভৃতবাসের নিয়ম কাটিয়ে ঋদ্ধি ও অভিমন্যুর সঙ্গে শনিবার দলে যোগ দিয়েছেন টিম ইন্ডিয়ার বোলিং প্রশিক্ষক।

করোনা আক্রান্ত না হলেও এই তিনজনের ঘরবন্দি থাকা মানতে পারছেন না বিরাট কোহলী-রোহিত শর্মাদের প্রশিক্ষক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement