শেষ দিকে ইংল্যান্ডকে ধাক্কা দেওয়ার পর বুমরাকে অভিনিন্দন জানাচ্ছেন কোহলী। ছবি - টুইটার
সিরাজের বলে জেমস অ্যান্ডারসনের উইকেট ছিটকে যেতেই উল্লাসে মেতে পড়ল ভারত। ১২০ রানে শেষ জো রুটের দল।
বাটলারকে আউট করে সাহেবদের টেস্ট ড্র করার স্বপ্ন গুঁড়িয়ে দিলেন মহম্মদ সিরাজ। ১২০ রানে ৯ উইকেট হারাল রুটের দল।
স্লোয়ার বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরে গেলেন অলি রবিনসন। ১২০ রানে ৮ উইকেট হারাল রুটের দল।
১০ ওভারের খেলা বাকি। শেষ তিন উইকেটের খোঁজে টিম ইন্ডিয়া।
ক্রিজে লড়ে যাচ্ছেন জস বাটলার। সঙ্গে রয়েছেন অলি রবিনসন। তিন উইকেটের জন্য মরিয়া হয়ে আছে ভারত।
সিরাজের পরের বলেই আউট স্যাম কারেন। ৯০ রানে ৭ উইকেট হারাল ইংল্যান্ড।
ফের দাপট দেখালেন মহম্মদ সিরাজ। ৯০ রানে ৬ উইকেট হারাল সাহেবরা।
জো রুট চলে যাওয়ার পর ক্রিজে পড়ে আছেন জস বাটলার ও মইন আলি। বাকি ৫ উইকেটের খোঁজে মরিয়া লড়াই চালাচ্ছে বিরাট কোহলীর বোলাররা।
৮০ ওভারের শেষে ইংল্যান্ড মাত্র ৮০ রানে ৫ উইকেট তুলেছে।
চা পানের বিরতির পর মাঠে নেমেই কাজের কাজ করে ফেললেন যশপ্রীত বুমরা। তাঁর বাইরে যাওয়া বলে খোঁচা দিলেন রুট। প্রথম স্লিপে দাঁড়িয়ে ক্যাচ নিলেন বিরাট কোহলী। ৬৭ রানে ৫ উইকেট হারাল ইংরেজরা।
প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ভারতের দাপট বজায় রয়েছে। চা পানের বিরতিতে যাওয়ার আগে শেষ বলে ইশান্তের বলে লেগ বিফোর হলেন জনি বেয়ারস্টো। ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে সাহেবরা। ইশান্ত ৬ রানে ২ উইকেট নিলেন। শামি ও বুমরা নিয়েছেন ১টি করে উইকেট।
এ বার বাইশ গজে জ্বলে উঠলেন ইশান্ত শর্মা। হাসিব হামিদকে লেগ বিফোরে আউট করলেন এই জোরে বোলার।
১০ ওভারে ২ উইকেটে ৩২ রান তুলেছে ইংল্যান্ড। জো রুট ও হাসিব হামিদ ক্রিজে আছেন।
৫.১ ওভারে শামির বাইরে যাওয়া বলে হাসিব হামিদ খোঁচা দিলেও ক্যাচ ফেলে দিলেন দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিত।
যশপ্রীত বুমরার পর এ বার মহম্মদ শামি। দ্বিতীয় ওভারে ফিরলেন ডম সিবলি। ১ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড। আর ৮ উইকেটের খোঁজে বিরাট কোহলীর ভারত।
ইনিংসের তৃতীয় বলে রোরি বার্নস সিরাজের হাতে ক্যাচ ধরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন যশপ্রীত বুমরা। ১ রানে ১ উইকেট হারাল জো রুটের দল।
নতুন বলে সাহেবদের শুরুতেই ধাক্কা দিতে তৈরি যশপ্রীত বুমরা।
নবম উইকেটে মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা ৮৯ রান যোগ করে লর্ডস টেস্ট জয়ের আশা দেখাচ্ছেন। শামি ৭০ বলে ৫৬ রানে অপরাজিত। সঙ্গে রয়েছে ৬টি চার ও ১টি ছয়। বুমরা ৬৪ বলে ৩৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। মারলেন ৩টি চার। জো রুটের দলকে জিততে হলে ২৭১ রান করতে হবে।
২০৯ রানে ৮ উইকেট চলে গেলেও বাকিটা সময় শুধুই ভারতের। মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা পাল্টা লড়াই চালিয়ে নবম উইকেটে এখনও পর্যন্ত ১১০ বলে ৭৭ রান যোগ করলেন। এর মধ্যে শামি ৫২ রানে অপরাজিত রয়েছেন। বুমরা ৩০ রানে ক্রিজে রয়েছেন। ২৫৯ রানের লিড পেয়ে গেল ভারত।