সিরিজে এগিয়ে যেতে গোটা ভারতের নজর রোহিত ও পূজারার ব্যাটের দিকে। ফাইল চিত্র
রাহুল ২৬ রানে আউট হলেও দিনের শেষে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (১২) ও চেতেশ্বর পূজারা (১২)। ১ উইকেটে ৫২ রান তুলে সাজঘরে ফিরে গেলেন দুই ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে স্টুয়ার্ট ব্রড খালি হাতে ফিরলেও, দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠলেন। কেএল রাহুল ফিরলেন ২৬ রানে। ৩৪ রানে ১ উইকেট হারাল টিম ইন্ডিয়া।
৬ ওভারের শেষে ভারতের রান ১৯। ক্রিজে রয়েছেন রোহিত ও রাহুল।
প্রথম টেস্টে জিততে মরিয়া ভারত। ক্রিজে নেমে পড়লেন রোহিত শর্মা ও কেএল রাহুল। নতুন বল হাতে ফের সামনে জেমস অ্যান্ডারসন।
জো রুটের ১০৯, স্যাম কারেনের ৩২ ও জনি বেয়ারস্টোর ৩০ রানের সৌজন্যে ৩০৩ রানে থামল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। বুমরা ৬৪ রানে ৫ উইকেট নিলেন। সিরাজ ও শার্দূল নিয়েছেন দুটি করে উইকেট। প্রথম টেস্ট জিততে হলে ভারতের লক্ষ্য ২০৯ রান।
স্যাম কারেন ও ব্রডকে আউট করে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন বুমরা। তবে জেমস অ্যান্ডারসন হ্যাটট্রিক হতে দিলেন না।
২৭৫ রানে ৯ উইকেট হারাল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৬৩ রানে ৫ উইকেট নিলেন বুমরা।
২৯৫ রাালনে ৮ উইকেট হারাল ইংল্যান্ড। ২০০ রানের লিড পেল জো রুটের দল।
১৭২ বলে ১০৯ রান করে বুমরার বলে সাজঘরে ফিরলেন জো রুট। ২৭৪ রানে ৭ উইকেট হারাল ইংল্যান্ড।
একের পর এক উইকেট হারালেও জো রুট হার মানছেন না। মেজাজের সঙ্গে টেস্টে কেরিয়ারের ২১তম শতরান পূরণ করলেন ইংরেজ অধিনায়ক।
চা পানের বিরতির পর খেলা শুরু হতেই নিখুঁত অফ কাটারে জস বাটলারের অফ স্টাম্প উড়িয়ে দিলেন শার্দূল ঠাকুর। ২৩৭ রানে ৬ হারাল ইংল্যান্ড।
চা পানের বিরতিতে যাওয়ার আগে রুট ৯৬ রানে অপরাজিত রয়েছেন। জস বাটলার ১৫ রানে ক্রিজে রয়েছেন।
পঞ্চম উইকেটে জো রুটের সঙ্গে ৩৪ রান যোগ করার পর ফিরলেন ড্যান লরেন্স। ২১১ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড। লিড ১১৬ রানের।
ফের জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। এই ডানহাতি জোরে বোলারের শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে রবীন্দ্র জাডেজার হাতে ক্যাচ দিয়ে বসলেন জনি বেয়ারস্টো। ফিরলেন ব্যক্তিগত ৩০ রানে। ১৭৭ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড।
৫৫ ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড ১৭১ রান তুললো। রুট ৮১ ও জনি বেয়ারস্টো ২৬ রানে ব্যাট করছেন। ৭৬ রানে এগিয়ে ইংরেজরা।
লাঞ্চের পরেই ফিরলেন ডম সিবলি (২৮)। বুমরার বাইরে যাওয়া বলে খোঁচা দিতেই ক্যাচ লুফে নিলেন পন্থ। ১৩৫ রানে ৩ উইকেট হারাল ইংরেজরা।
৪৬ রানে ২ উইকেট হারালেও দ্বিতীয় ইনিংসে ফের লড়ছেন জো রুট। লাঞ্চে যাওয়ার আগে ৫৬ রানে অপরাজিত রুট। ডম সিবলি ২৭ রানে ব্যাট করছেন। ২৪ রানে এগিয়ে ইংল্যান্ড।
লিড পেয়ে গেল ইংল্যান্ড। জো রুট ৪৭ ও ডম সিবলি ২৬ রানে ক্রিজে আছেন।
বুমরার বলে বেঁচে যাওয়ার পর এ বার রবীন্দ্র জাডেজার বলে জীবন ফিরে পেলেন ইংল্যান্ডের অধিনায়ক। ডিআরএস নিলেও সেই রায় রুটের পক্ষে যায়। ফলে রিভিউ নষ্ট করল ভারত।