India vs England 2021

স্টোকস গালি দিচ্ছিল, বিরাট হাল না ধরলে ওর সঙ্গে আমার লেগে যেত: মহম্মদ সিরাজ

চতুর্থ টেস্টের প্রথম দিনই বেন স্টোকসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মহম্মদ সিরাজ। ভারতের জোরে বোলারের অভিযোগ, স্টোকস তাঁকে গালিগালাজ করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ২২:৩৩
Share:

বিরাট পরিস্থিতি সামাল দেন ছবি টুইটার

চতুর্থ টেস্টের প্রথম দিনই বেন স্টোকসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মহম্মদ সিরাজ। ভারতের জোরে বোলারের অভিযোগ, স্টোকস তাঁকে গালিগালাজ করেছেন। পাশাপাশি সিরাজ এটাও বলেছেন, ওই সময়ে বিরাট কোহালি পরিস্থিতি না সামলালে তাঁর সঙ্গে স্টোকসের বড় ঝামেলা লেগে যেত।

Advertisement

ম্যাচের শেষে সিরাজ বলেন, ‘‘স্টোকস আমায় গালিগালাজ করে। এরপরই আমি বিরাট ভাইকে বিষয়টা জানাই। তারপর বিরাট ভাই গোটা বিষয়টা সামাল দেয়।’’ ভারত অধিনায়ক আসরে না নামলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারত। আম্পায়দের মধ্যস্থতায় শেষ পর্যন্ত ঝামেলা মেটে।

ভাল বল করে ইংল্যান্ডের দুই উইকেট তুলে নেন সিরাজ। তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়া হোক, বা ভারত, আমি নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি।’’ এই উইকেট ব্যাটসম্যানদের সাহায্য করবে, এমনটাই মনে করেন এই জোরে বোলার। তিনি বলেন, ‘‘এটা ব্যাটিং উইকেট। তাই এখানে ধৈর্য ধরে বল করে যেতে হয়। বিরাট আমায় বলে, দলে যেহেতু মাত্র দুজন জোরে বোলার আছে, তাই ঘুরিয়ে ফিরিয়ে বল করাতে হবে। তাই সকালে দু ওভার করার পর ইশান্তকে সরিয়ে নেওয়ার কথা বলে বিরাট। সেই ভাবে বল করেই সাফল্য এসেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement