India vs England 2021

ফরম্যাট বদলে গেলেও লক্ষ্য বদলাচ্ছে না বিরাট কোহলীর

শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে চাঙ্গা বিরাট কোহলী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ১৮:০০
Share:

অনুশীলনে কোহালি। ছবি টুইটার

শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে চাঙ্গা বিরাট কোহলী। ভারতীয় দলের অধিনায়ক ‘একই লক্ষ্য’ নিয়ে নামবেন ইংরেজদের বিরুদ্ধে। সেই উদ্দেশে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে অনুশীলনের বেশ কিছু ছবি পোস্ট করেন কোহলী। সঙ্গে লেখেন, “নতুন সপ্তাহ, নতুন ফরম্যাট, একই লক্ষ্য। চলো সেটা হাসিল করে দেখাই।” টেস্টের মতোই টি-টোয়েন্টি সিরিজেও যে ইংরেজদের দুরমুশ করার লক্ষ্য নিয়ে নামছেন তাঁরা, এটা কোহলীর পোস্টেই পরিষ্কার।

টি-টোয়েন্টি ফরম্যাটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দল ইংল্যান্ড। ফলে ভারতের কাজটা সহজ হবে না একেবারেই। কোহলীরা তাই ঘূর্ণি পিচ তৈরির আভাস দিয়ে রেখেছেন।

Advertisement

দলে সূর্যকুমার যাদব, রাহুল তেওয়াটিয়া, ইশান কিষাণের মতো তরুণ ক্রিকেটাররা থাকায় শক্তির অভাব নেই। যে কোনও দিন যে কেউ তারকা হয়ে যেতে পারেন। ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর আগেই জানিয়েছিলেন, প্রতি ম্যাচে সেরা একাদশ নামানোরই চেষ্টা করবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement