India vs England 2021

চা বানাতে রান্নাঘরে কোহালি, আর ফ্রিজে দুধ নেই!

চেন্নাই টেস্টের প্রথম দিনে বিরাট ক্রিজে ছিলেন মাত্র ৬ মিনিট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০৩
Share:

আউটের পর অবাক বিরাট কোহালি। ছবি: টুইটার থেকে

মইন আলির বল বিরাট কোহালির রক্ষণ ভেঙে ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে গিয়ে বেল ফেলে দিল। অবাক বিরাট অপর প্রান্তে রোহিত শর্মার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। বিশ্বাস করতে পারছিলেন না সত্যিই বল লেগে বেল পড়েছে।

Advertisement

চেন্নাই টেস্টের প্রথম দিনে বিরাট ক্রিজে ছিলেন মাত্র ৬ মিনিট। ৫ বলে শূন্য রান করে ফেরেন তিনি। টেস্টে প্রথম বার কোনও স্পিনার তাঁকে বোল্ড করলেন। মইন আলির সঙ্গে আইপিএলে একই দলে বেশ কয়েক বছর খেলেছেন বিরাট। সেই মইনের বলেই বোল্ড তিনি। মেনেই নিতে পারছিলেন না ঘটনাটা। ইংল্যান্ড সমর্থকদের মস্করাও শুরু হয়ে যায় তাঁকে নিয়ে।

টুইট করে ইংল্যান্ড বার্মি সেনা লেখে, ‘আপনি যখন রান্নাঘরে চা বানাতে যান আর দেখেন ফ্রিজে দুধ নেই’। বিরাট যেন এই ভাবেই তাকিয়ে ছিলেন রোহিতের দিকে। ভারত অধিনায়কের ব্যাটে শতরান অধরা বহু দিন। চেন্নাইয়ে প্রথম ইনিংসে তা এল না, অপেক্ষা এখন দ্বিতীয় ইনিংসের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement