india vs england

India vs England: কোহলী, রহাণেদের চোট, ইংল্যান্ড সিরিজের আগে চিন্তা ভারতীয় শিবিরে

রহাণের চোট রয়েছে হ্যামস্ট্রিংয়ে। তবে ৪ অগস্ট প্রথম টেস্টের আগে তিনি সুস্থ হয়ে যাবেন বলেই জানিয়েছে বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ১২:৩৫
Share:

প্রস্তুতি ম্যাচে খেলছেন না বিরাট কোহলী এবং অজিঙ্ক রহাণে।

তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলছেন না বিরাট কোহলী এবং অজিঙ্ক রহাণে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে ভারতের অন্যতম প্রধান দুই ব্যাটসম্যানের চোট রয়েছে। প্রস্তুতি ম্যাচে প্রথম দিন খেলতে নেমে চোট পেয়েছেন আবেশ খানও।

Advertisement

বিসিসিআই-এর তরফে জানানো হয়, ‘পিঠে সমস্যা রয়েছে বিরাট কোহলীর। সোমবার কিছুটা অসুবিধা হওয়ায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিশ্রাম নেন তিনি।’ কোহলী কবে সুস্থ হয়ে উঠবেন তা যদিও বোর্ডের তরফে বলা হয়নি।

রহাণের চোট রয়েছে হ্যামস্ট্রিংয়ে। তবে ৪ অগস্ট প্রথম টেস্টের আগে তিনি সুস্থ হয়ে যাবেন বলেই জানিয়েছে বোর্ড। কোহলী এবং রহাণে না থাকায় প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।

Advertisement

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে আঙুলে চোট পান আবেশ। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অনুরোধে কাউন্টি একাদশ দলের হয়ে খেলছিলেন আবেশ এবং ওয়াশিংটন সুন্দর। ৩৫তম ওভারে বল করার সময় হনুমা বিহারীর মারা বল আঙুলে এসে লাগে আবেশের। তখনই মাঠ ছাড়েন তিনি।

শুভমন গিল চোটের জন্য সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। প্রস্তুতি ম্যাচে রান পাননি রোহিতও। ইংল্যান্ড সিরিজের আগে কোহলী, রহাণেদের চোট চিন্তার কারণ হয়ে উঠতে পারে ভারতীয় শিবিরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement