Axar Patel

ম্যাচে ৭ উইকেট, সাফল্যের রসায়ন ফাঁস করলেন অক্ষর প্যাটেল

গতিতে তারতম্য এনেই সাফল্য বললেন অক্ষর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১৭
Share:

অভিষেকেই সাত উইকেট অক্ষরের ছবি টুইটার

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ৩১৭ রানে জয় পাওয়ার পর অভিষেক টেস্টে ৫ উইকেট নেওয়া অক্ষর প্যাটেল দারুণ খুশি এই নজির গড়তে পেরে। ম্যাচের শেষে নবম ভরতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব গড়া অক্ষর বলেন, ‘‘এটা আমার জীবনে বিশেষ দিন। পিচে প্রথম দিন থেকেই বল ঘুরছিল। আমার কাজ ছিল গতিতে তারতম্য আনা। আমি সেটাই করে গেছি। ব্যাটসম্যানের ভুলের জন্য অপেক্ষা করেছি। আমরা শুধু সঠিক অনুশাসন মেনে বল করেই ফল পেয়েছি।’’

Advertisement

মাত্র ৬ ওভার বল করেই ২ টি উইকেট পেয়েছেন ভারতের আরেক স্পিনার কুলদীপ যাদব। তিনি বলেন, ‘‘দল যখন ভাল খেলছে তখন দলের সঙ্গে সাথ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। আমার কাজ ছিল রান কম দেওয়া, যাতে বাকি স্পিনাররা সাহায্য পায়। আমরা অস্ট্রেলিয়া সিরিজ থেকেই এই সিরিজের জন্য পরিকল্পনা করছিলাম। আমার নিজের ওপর কিছুটা চাপ ছিল কারণ আমি শেষ দু বছরে বেশি টেস্ট খেলিনি। অশ্বিনের সঙ্গে আমরা আলোচনা করেছি কোন জায়গায় বল রাখা উচিত, যাতে ব্যাটসম্যান চাপে পড়ে।’’

চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচে হারতে হলেও চাপে পড়েনি বিরাট কোহালির ভারত। এমনটাই দাবি কুলদীপের। তিনি বলেন, ‘‘আমরা প্রথম টেস্টে হেরেও চিন্তিত হয়ে পড়িনি। আমরা এর আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমার অবিষেক সিরিজে আমরা এমন অবস্থায় পড়েছিলাম। পুনে টেস্টে হেরে আমরা পিছিয়ে পড়লেও পরে আমরা সিরিজে ফিরে আসি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement