সচিন তেন্ডুলকর। ছবি টুইটার
আমদাবাদে তৃতীয় টেস্টে যে ভাবে বোলিং করেছেন ভারতীয় স্পিনাররা, তা দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকর। বিশেষ করে তাঁর নজর কেড়েছে অক্ষর পটেলের বোলিং। মোতেরার চেনা পরিবেশে ঘূর্ণির জালে ইংরেজ ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছেন তিনি। দু’ইনিংস মিলিয়ে ৭০ রানে ১১ উইকেট নিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে অক্ষরের বোলিংয়ের ব্যাখ্যা করেছেন সচিন। রবিচন্দ্রন অশ্বিনের ৪০০ উইকেট নিয়ে হইচই হলেও অক্ষরের বোলিং নজর কেড়েছে। সচিনের ব্যাখ্যা, “যখন কোনও বাঁ হাতি স্পিনার ডান হাতি ব্যাটসম্যানকে বল করে, তখন অফ স্টাম্পের বাইরে বল করার চেষ্টা করে না। লেংথ গুরুত্বপূর্ণ, কিন্তু বলের লাইন এখানে আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই ডান হাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে বাঁ হাতি স্পিনারদের বলের লাইন থাকে মিডল স্টাম্প এবং অফ স্টাম্পের মাঝামাঝি। ফলে কোনও ভাবেই বল ছাড়া যায় না।”
সচিনের সংযোজন, “বল ঘুরতে শুরু করলে ব্যাটসম্যানকে খেলতেই হবে। না হলে দু’একটা খুচরো বল ভেতরে ঢুকে আসবে। সেটাই হয়েছে ইংরেজ ব্যাটসম্যানদের ক্ষেত্রে। কোনও কোনও ব্যাটসম্যান একটু পিছিয়ে গিয়ে খেলার চেষ্টা করছিল। কেউ আবার উইকেট ঢেকে খেলার চেষ্টা করছিল। যারাই উইকেট ঢেকে খেলতে চেয়েছে তারাই হয় এলবিডব্লিউ অথবা বোল্ড হয়েছে।”