India vs England 2021

তাঁকে নিয়ে রুচিহীন মিম, তবু বিরক্ত না হয়ে উত্তর দিলেন রবি শাস্ত্রী

এক নেটাগরিক টুইট করেন শাস্ত্রীর মুখ এবং তাতে তাড়াতাড়ি টেস্ট শেষ করে দেওয়ার কারণ জানিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৫২
Share:

ছবি: রয়টার্স

মোতেরায় মাত্র ২ দিনে টেস্ট জিতে নিয়েছে ভারত। পাঁচদিনের টেস্ট দু’দিনেই শেষ হয়ে যাওয়ায় চতুর্থ টেস্টের আগে বেশ কিছুটা সময়ও পেয়ে গেলেন বিরাট কোহালিরা। তবে সব চেয়ে খুশি নাকি হয়েছেন রবি শাস্ত্রী! এমনই একটি রুচিহীন মিম দেখা যায় নেটদুনিয়ায়। সেই মিম নজর এড়ায়নি ভারতীয় কোচেরও।

Advertisement

বুধবার শুরু হওয়া তৃতীয় টেস্ট, শেষ হয়ে যায় বৃহস্পতিবার। এক নেটাগরিক টুইট করেন শাস্ত্রীর মুখ এবং তাতে তাড়াতাড়ি টেস্ট শেষ করে দেওয়ার কারণ জানিয়েছেন তিনি। শাস্ত্রী সেই মিমটি রিটুইট করে লেখেন, ‘ভাল লাগল এই রসিকতা। কঠিন সময়ের মধ্যে হাসি এনে দিতে পেরে খুশি আমি’।

গোলাপি বলের টেস্টে দেখা যায় স্পিনারদের দাপট। ১১ উইকেট নেন ভারতের অক্ষর পটেল। ম্যাচের সেরাও হন তিনি। ৭ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে সব চেয়ে কম ম্যাচ খেলে এই মাইলফলক ছুঁলেন তিনি। ইংল্যান্ডের হয়ে এক ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন জো রুট। প্রথম দিন থেকেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (মোতেরা) বল ঘুরতে শুরু করে। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে যায় ভারত। শেষ টেস্ট শুরু ৪ মার্চ। সেই ম্যাচে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে ভারত? এই প্রশ্নই এখন সমর্থকদের মনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement