India vs England 2021

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের আগে বোলিং নিয়ে চিন্তা কমল বিরাট কোহালিদের

একের পর এক বল বিদ্যুৎ গতিতে ধেয়ে আসে অশ্বিনের বুক লক্ষ্য করে। কখনও তা লাগে আঙুলে, কখনও বা হাতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১১:০৫
Share:

স্বস্তিতে কোহালিরা। ছবি: টুইটার থেকে

ইংল্যান্ড দল জানে রবিচন্দ্রন অশ্বিন দলে থাকা মানে বিপদ সব সময়ই তাদের শিয়রে। ব্যাট করার সময় জফ্রা আর্চার তাই বোধ হয় অশ্বিনকে আউট করার বদলে তাঁকে আঘাত করার দিকেই বেশি নজর দিয়েছিলেন। একের পর এক বল বিদ্যুৎ গতিতে ধেয়ে আসে অশ্বিনের বুক লক্ষ্য করে। কখনও তা লাগে আঙুলে, কখনও বা হাতে। শুশ্রূষার জন্য মাঠে আসতে হয় ফিজিয়ো নীতিন পটেলকেও।

Advertisement

অশ্বিনের সেই চোট যদিও গুরুত্বর নয়, এমনই জানিয়েছে ভারতীয় বোর্ড। চেন্নাইয়ে শনিবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে বলেই জানা গিয়েছে। প্রথম টেস্টে ভারতের সেরা বোলার ছিলেন অশ্বিন। তাঁকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টে নামতে চাইবেন না বিরাট কোহালি। তিনি সুস্থ হয়ে ওঠায় অনেকটাই নিশ্চিন্ত থাকবেন ভারত অধিনায়ক।

অন্যদিকে অক্ষর পটেলও সুস্থ হয়ে উঠেছেন। কুলদীপ যাদবকে দলে নেওয়ার পক্ষে প্রাক্তন ক্রিকেটাররা মত দিলেও মনে করা হচ্ছে শাহবাজ নাদিমের বদলে অক্ষর পটেলকেই খেলতে দেখা যেতে পারে। প্রথম টেস্টে হারের পর দলে বেশ কিছু পরিবর্তন হবে বলেই মনে করা হচ্ছে। কেমন হবে ভারতের প্রথম একাদশ? জল্পনা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement