দেখে শুনে খেলে দলকে এগিয়ে নিয়ে গেলেন কে এল রাহুল। ফাইল চিত্র
জোরদার বৃষ্টির জন্য তৃতীয় দিনের খেলার অনেকটা অংশ নষ্ট হয়ে গেল। বিশেষ করে তৃতীয় সেশনের খেলা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১১ ওভারের খেলা হওয়ার পরেই বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ হয়ে যাটইয় ক্রিজে রয়েছেন দুই ওপেনার ডম সিবলে ও রোরি বার্নস। ভারত ৭০ রানে এগিয়ে রয়েছে। চতুর্থ দিন সকালে নতুন বলে ভারতীয় জোরে বোলারদের দাপট দেখার জন্য ক্রিকেট দুনিয়া।
ট্রেন্ট ব্রিজের আকাশে এখনও মেঘ। বৃষ্টি বন্ধ না হলে খেলা শুরু হতে পারে। বিসিসিআই-এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১১ ওভারের খেলা হওয়ার পরেই বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ হয়ে গেল। ক্রিজে রয়েছেন দুই ওপেনার ডম সিবলে ও রোরি বার্নস। ভারত ৭০ রানে এগিয়ে রয়েছে।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা উইকেট নিতে মরিয়া। ৬ ওভারের শেষে ইংল্যান্ডের রান ১১। ভারত এখনও ৮৪ রানে এগিয়ে রয়েছে।
কে এল রাহুলের ৮৪ ও জাডেজার ৫৬ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ২৭৮ রান করল ভারত। শেষের দিকে যশপ্রীত বুমরা করেন ২৫ রান। দশম উইকেটে বুমরা ও সিরাজ ২৬ বলে ৩৩ রান যোগ করেন। ফলে ৯৫ রানের মূল্যবান লিড পেল বিরাট কোহলীর দল। অলি রবিনসন ৮৫ রানে ৫ ও অ্যান্ডারসন ৫৪ রানে ৪ উইকেট নিলেন।
২৪৫ রানে ৯ উইকেট হারাল ভারত। লিড মাত্র ৬২ রানের।
ব্যক্তিগত ৫৬ রানে ফিরলেন জাডেজা। ৮ উইকেট হারিয়ে ২৩২ রান তুললো ভারত। লিড মাত্র ৪৯ রানের।
কাজে এল না অর্ধ শতরান। ফিরলেন জাডেজা। ছবি - টুইটার
ফের ভয়ঙ্কর হয়ে উঠলেন জেমস অ্যান্ডারসন। ২০৫ রান তুলতে গিয়ে ৭ উইকেট হারাল ভারত। লিড মাত্র ২২ রানের।
জেমস অ্যান্ডারসনের বলে একবার বেঁচে গেলেও এ বার শেষ রক্ষা হল না। জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন এই ওপেনার। ২০৫ রানে ৬ উইকেট হারাল ভারত। লিড মাত্র ২২ রানের।
জেমস আন্ডারসনের বলে রাহুলের সহজ ক্যাচ ফেলে দিলেন জো রুট। রাহুল তখন ৭৮ রানে ব্যাট করছিলেন।
ইংল্যান্ডের ১৮৩ রানের জবাবে প্রথম ইনিংসে ভারতের স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৯১ রান। কে এল রাহুল ২০২ বলে ৭৭ ও রবীন্দ্র জাডেজা ৫৩ বলে ২৭ রানে অপরাজিত রয়েছেন। জেমস অ্যান্ডারসন ৩৩ রান ২ ও অলি রবিনসন ৫৫ রানে ২ উইকেট নিয়েছেন।
টেস্টে ২০০০ রান পূর্ণ করলেন রবীন্দ্র জাডেজা। তিনি ২৪ রানে ব্যাট করছেন। ৭২ রানে ক্রিজে রয়েছেন কে এল রাহুল।
এখনও ইংল্যান্ডের থেকে ২৫ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাডেজাকে নিয়ে ক্রিজে লড়ছেন কে এল রাহুল।
অলি রবিনসনের স্লোয়ার বুঝতে না পেরে কভারে থাকা জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ২৫ রানে আউট হলেন ঋষভ পন্থ। ১৪৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ভারত।
দুই দলের অপেক্ষা আরও বাড়ছে। ট্রেন্ট ব্রিজের আকাশ থেকে কালো মেঘ সরছে না। এর ফলে তৃতীয় দিনের ওভার কাটা যাবে।
বৃষ্টি থেমেছে। মাঠ শুকিয়ে ফেলার কাজ চলছে জোরকদমে। দুই দল মাঠে নামার অপেক্ষায়।
৪৮.৩ ওভারে ৪ উইকেটে ১৩২ রান তুলেছে ভারত। রাহুল ৫৮ ও পন্থ ১৩ রানে ক্রিজে রয়েছেন।
মাঠে বল পড়ার আগে আকাশ ছিল পরিষ্কার। তবে ইংল্যান্ডের আবহাওয়াকে কেন খামখেয়ালি বলা হয়, সেটা ফের বোঝা গেল। মাত্র ১১ বলের খেলা হতেই নেমে এল বৃষ্টি। সাজঘরে ফেরত গেল দুই দল।