India vs England 2021

‘স্পিন খেলব কেউ ভাবতেই পারে না, তাই চহালদের বিরুদ্ধে চেষ্টা করলাম’

ইনিংসে ৩টি ছয় মারেন বাটলার। চহালের প্রথম ওভারেই দুটো ছয় মেরে স্বাগত জানান তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৩:০৪
Share:

ভারতের বিরুদ্ধে বাটলার। ছবি: রয়টার্স

তাঁর অপরাজিত ৮৩ রানই ইংল্যান্ডকে সহজে পৌঁছে দিল জয়ের পথে। জস বাটলার খুশি ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে রান করতে পেরে। মঙ্গলবার ৮ উইকেটে তৃতীয় ম্যাচ জিতে নেন বাটলাররা, স্মরণীয় করে রাখেন অধিনায়ক অইন মর্গ্যানের শততম ম্যাচ।

Advertisement

ম্যাচের সেরা নির্বাচিত হন বাটলারই। তিনি বলেন, “ক্রিজে সময় কাটাতে পেরে আমি খুশি। দলের সকলেই ভাল খেলেছে। বেশ কিছু ভাল জুটি তৈরি করতে পেরেছিলাম আমরা। আমি স্পিনারদের আক্রমণ করব তা অনেকেই ভাবতে পারেন না। তাই চেষ্টা করলাম সেটাই। যুজবেন্দ্র চহালকে মারা ছয়টাই আমাকে উদ্বুদ্ধ করে। পাওয়ার প্লে-তে ভাল রান পাই আমরা।”

ইনিংসে ৩টি ছয় মারেন বাটলার। চহালের প্রথম ওভারেই দুটো ছয় মেরে স্বাগত জানান তাঁকে। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মর্গ্যানের শততম টি২০ ম্যাচ নিয়ে বাটলার বলেন, “ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে মর্গ্যানের কৃতিত্ব ভোলা যাবে না। অনেক কিছু দিয়েছে ও ইংল্যান্ডকে। সম্পূর্ণ নতুন ভাবে তুলে ধরেছে সাদা বলের ক্রিকেটকে ইংল্যান্ডের কাছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement