Hardik Pandya

বিমান সফরে হার্দিক পাণ্ড্যর নতুন সঙ্গী, দেখুন ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল হাজির হয়েছে চেন্নাইয়ে। তিনদিনের নিভৃতবাস কাটিয়ে অনুশীলনে নামবেন বিরাট কোহালি, অজিঙ্ক রাহানেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ১৬:৩০
Share:

চেন্নাইয়ে টেস্ট খেলতে যাচ্ছেন পান্ডিয়া। ফাইল ছবি

জন্মের ছ’মাস পরেই প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতা হল অগস্ত্য পাণ্ড্যর। বাবা হার্দিক পাণ্ড্য এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন। সেখানে হাসিমুখে বাবার কোলে বসে থাকতে দেখা গিয়েছে অগস্ত্যকে।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল হাজির হয়েছে চেন্নাইয়ে। তিনদিনের নিভৃতবাস কাটিয়ে অনুশীলনে নামবেন বিরাট কোহালি, অজিঙ্ক রাহানেরা। দলের সঙ্গে যোগ দিতে বরোদা থেকে চেন্নাই উড়ে গিয়েছেন হার্দিক। সঙ্গে নিয়ে গিয়েছেন ছেলে অগস্ত্যকেও। স্ত্রী নাতাশাও রয়েছেন। এই প্রথম কোনও সফরে ছেলেকে নিয়ে যাচ্ছেন হার্দিক।

গত বছর জানুয়ারিতে অভিনেতা নাতাশা স্তানকোভিচের সঙ্গে বাগদান হয় হার্দিকের। জুলাই মাসে জন্ম হয় সন্তান অগস্ত্যর। দেশ-বিদেশ থেকে অজস্র অনুরাগী তাঁকে শুভেচ্ছা জানান। পিছিয়ে ছিলেন না সতীর্থরাও। কোহালি, কে এল রাহুল, যুজবেন্দ্র চহাল তো বটেই, বিদেশ থেকে ক্রিস লিনের মতো তারকাও শুভেচ্ছা জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement