রবি শাস্ত্রীর বয়স ভুল করল গুগল। —ফাইল চিত্র
রবি শাস্ত্রীর ক্রিকেটীয় মস্তিষ্কের প্রশংসা শোনা যায় বার বার। তাঁর অভিজ্ঞতাই যে ধরা পড়ে ক্রিকেটীয় বুদ্ধিতে, তা বলাই যায়। এমন অভিজ্ঞতার বয়সই কি গুনে দেখল গুগল? শুক্রবার দুপুরে গুগল জানাল ভারতীয় কোচ শাস্ত্রীর বয়স নাকি ১২০ বছর।
১৯৬২ সালের, ২৭ মে মুম্বইতে জন্মগ্রহণ করেন শাস্ত্রী। ৫৮ পার করে ৫৯ বছরের পথে ভারতীয় ক্রিকেটের অন্যতম সুদর্শন অলরাউন্ডার। শুধু ক্রিকেটার হিসেবে নয়, ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয় ছিলেন শাস্ত্রী। প্রথমবার ভারতীয় দলের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ২০১৭ সালে। ২০১৯ সালে ফের তাঁকে কোচ হিসেবে আনা হয় ভারতীয় দলে।
৮০টি টেস্ট ম্যাচ খেলেছিলেন শাস্ত্রী। একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন ভারতকে। খেলেছিলেন ১৫০টি একদিনের ম্যাচেও। ১৫টি আন্তর্জাতিক শতরান-সহ তাঁর সংগ্রহ ৬৯৩৮ রান এবং ২৮০টি উইকেট। ক্রিকেটার রবি শাস্ত্রী জনপ্রিয় ছিলেন মহিলাদের হৃদয়েও। গুগল তাঁর বয়স বাড়িয়ে দিলেও আজও বহু মহিলাভক্তের মনে তিনি চিরতরুণ হয়েই থেকে যাবেন হয়তো।
গুগলের সেই ভুল।