India vs England 2021

ধওয়নের ইনিংসের গুরুত্ব ৯৮ রানের থেকে অনেক বেশি: কোহলী

''সবচেয়ে কঠিন সময়ে ব্যাট করে ৯৮ রান করা মুখের কথা নয়। স্কোরবোর্ডে ৯৮ দেখালেও পরিস্থিতির বিচারে এই রানের গুরুত্ব অনেক বেশি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৪:৫২
Share:

ধওয়নের প্রশংসা করলেন বিরাট ছবি টুইটার

প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৬ রানে জয় পাওয়ার পর ম্যাচের সেরা শিখর ধওয়নকে প্রশংসায় ভরালেন বিরাট কোহলী। ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, ‘‘টি২০ সিরিজে আমরা শিখরকে সেভাবে সুযোগ দিতে না পারলেও ওকে মনমরা হয়ে থাকতে দেখিনি। সবসময় আমাদের সবাইকে দারুণ ভাবে সাহায্য করে গিয়েছে। আজ ও তার পুরস্কার পেল। সবচেয়ে কঠিন সময়ে ব্যাট করে ৯৮ রান করা মুখের কথা নয়। স্কোরবোর্ডে ৯৮ দেখালেও পরিস্থিতির বিচারে এই রানের গুরুত্ব অনেক বেশি।’’

Advertisement

বিরাট আরও বলেন, ‘‘একসঙ্গে ব্যাটিং করার সময় আমি শিখরকে বলি আমি মেরে খেলব। তবে ৩১ থেকে ৪০ ওভারের মধ্যে আমরা বেশ কয়েকটা উইকেট খুইয়ে ফেলি। ফলে রানটা কিছুটা কম হয়।’’

বিরাট আরও বলেন, ‘‘প্রত্যেক ক্রিকেটারের জায়গায় আরও দুই তিন জন সমমানের ক্রিকেটার রয়েছে আমাদের দলে। এটা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ খবর। আমরা সঠিক দিকেই এগোচ্ছি।’’

Advertisement

ম্যাচের সেরা হয়ে শিখর বলেন, ‘‘আমি নিজের শারীরিক সক্ষমতা, জিম ও অন্যান্য বিভিন্ন বিষয়ে মন দিয়েছি। ফলে আমি ইতিবাচক ছিলাম নিজের ব্যাটিং নিয়ে। আমি জানতাম এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমি সেটা করতে পেরেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement