টি-টোয়েন্টি সিরিজ জিতে উচ্ছ্বসিত কোহালি। ছবি টুইটার থেকে নেওয়া।
এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজ জয়। একদিনের সিরিজ হারের প্রতিশোধ। এসবের উচ্ছ্বাস তো আছেই, বিরাট কোহালি বেশি খুশি রোহিত শর্মা, যশপ্রীত বুমরাকে ছাড়াই সিরিজ জেতায়।
ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, ‘‘এই সিরিজ জয়টা সত্যিই বড় ব্যাপার। আমরা একটা দল হিসেবে খেলেছি। সাদা বলে আমাদের দু’জন প্রতিষ্ঠিত প্লেয়ার রোহিত আর বুমরাকে ছাড়াই আমরা জিতলাম। এটা আমাকে বেশি খুশি করেছে। গত কয়েক মাসের কথা ধরলে দেখা যাবে, আমাদের দলের প্রত্যেকে অন্তত ১৪টা করে ম্যাচ খেলেছে। ফলে এরা সবাই জানে কী করতে হবে।’’
অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৯৪ রান তুললেও কোহালি মনে করছেন, এটা কম রান। বলেন, ‘‘আমরা ওদের কম রানে আটকে রাখতে পেরেছিলাম। রান তাড়া করার সময় শুরু থেকেই আমাদের মনে হয়েছিল, যেহেতু ছোট মাঠ, এই রান তুলতে অসুবিধে হবে না। বোলাররা খুব ভাল বল করেছে। এই জয়ে গোটা দলের অবদান আছে। দলের তরুণ ক্রিকেটাররা সুযোগটা কাজে লাগাচ্ছে।’’
আরও পড়ুন: হার্দিকের ম্যান অফ দ্য ম্যাচ নটরাজন
আরও পড়ুন: ওয়ানডের বদলা টি-টোয়েন্টিতে, ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ কোহালিদের
ম্যাচের সেরা হার্দিক পাণ্ড্যর প্রশংসা করে কোহালি বলেন, ‘‘২০১৬ সালে নিজেকে প্রমাণ করে হার্দিক দলে আসে। ওর যথেষ্ট প্রতিভা ছিল। এখন ও বুঝতে পারছে, এটা ওর সময়। এই ধরনের প্লেয়ার আগামী ৪-৫ বছরে যে কোনও জায়গা থেকে ম্যাচ বের করে দিতে পারবে। এই ম্যাচে ও দুর্দান্ত পরিকল্পনা করে খেলেছে।’’
এই ম্যাচে কোহালিকে একটি স্কুপ মারতে দেখা যায়। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরে সতীর্থ এবি ডিভিলিয়ার্স এই শটের মাস্টার। সেই প্রসঙ্গ ওঠায় কোহালি বলেন, ‘‘অবশ্যই ওটা এবি শট। আজ ওকে মেসেজ করে জিজ্ঞেস করব, আমার শটটা কেমন লেগেছে।’’