India Vs Australia

টার্নারের নামই ভুলে গেলেন ধওয়ন

মোহালিতে ধওয়নের ১১৫ বলে মারমুখী ১৪৩ ও রোহিত শর্মার ৯৫ রানে টিম ইন্ডিয়া রানের পাহাড়ে চড়ে। ভারতের রান তাড়া করতে নেমে টার্নার ৪৩ বলে ৮৪ রান করে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৫:৪৬
Share:

টার্নারের প্রশংসা করলেন ধওয়ন। কিন্তু ভুলে গেলেন নাম। ছবি: পিটিআই।

শিখর ধওয়নের মঞ্চে মোহালিতে আলো কেড়ে নিলেন অস্ট্রেলিয়ার অ্যাশটন টার্নার। সাংবাদিক সম্মেলনে এ হেন টার্নারের নাম উচ্চারণ করতেই ভুলে গেলেন ভারতের বাঁ-হাতি ওপেনার!

Advertisement

মোহালিতে ধওয়নের ১১৫ বলে মারমুখী ১৪৩ ও রোহিত শর্মার ৯৫ রানে টিম ইন্ডিয়া রানের পাহাড়ে চড়ে। ভারতের রান তাড়া করতে নেমে টার্নার ৪৩ বলে ৮৪ রান করে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান।

ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ নিয়ে খেলুন কুইজ

Advertisement

সাংবাদিক সম্মেলনে টার্নারের নামই ভুলে গেলেন ধওয়ন। নাম না করে টার্নারের পারফরম্যান্স প্রসঙ্গে ধওয়ন বলেছেন, ‘‘নতুন প্লেয়ার হলেও ও যে বেশ কয়েকটা ম্যাচ খেলেছে, তা আমরা জানতাম। ওই ছেলেটার দারুণ ইনিংস আমাদের হাত থেকে ম্যাচ বের করে নেয়।’’

আরও পড়ুন: সাড়ে তিনশো রান তুলে এই প্রথম হারল টিম ইন্ডিয়া!

আরও পড়ুন: দল জিতলেও মোহালিতে লজ্জার রেকর্ড অজি অধিনায়কের

শিশিরের জন্য টার্নারের কাজটা সহজ হয়ে গিয়েছে বলে মনে করেন ধওয়ন। ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরার মতো বোলারও ডেথ ওভারে থামাতে পারেননি টার্নারকে। এমন সব শট তিনি খেলেন যা কল্পনার অতীত। ধওয়নের মতে, ‘‘শিশির না পড়লে এই ধরনের শট খেলা সম্ভব হত না। শিশিরের জন্য আমরাও সুযোগ কাজে লাগাতে পারিনি। তবে সমস্ত কৃতিত্বই ওর।’’

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)​​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement