India

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে কী কী রেকর্ড গড়লেন চহাল

মেলবোর্নের মাটিতে ঐতিহাসিক জয় ভারতের। জয়ের অন্যতম কাণ্ডারী যজুবেন্দ্র চহাল। ছ’উইকেট নেওয়ার পাশাপাশিএকাধিক রেকর্ডও করলেন তিনি। দেখে নেওয়া যাক শেষ ম্যাচে কী কী রেকর্ড গড়লেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ১১:৪৫
Share:
০১ ১০

মেলবোর্নের মাটিতে ঐতিহাসিক জয় ভারতের। জয়ের অন্যতম কাণ্ডারী যজুবেন্দ্র চহাল। ছ’উইকেট নেওয়ার পাশাপাশিএকাধিক রেকর্ডও করলেন তিনি। দেখে নেওয়া যাক শেষ ম্যাচে কী কী রেকর্ড গড়লেন তিনি।

০২ ১০

হরিয়ানার এই লেগস্পিনার অস্ট্রেলিয়ার বিপক্ষে বেস্ট বোলিং ক্লাবে যোগ দিলেন।২৮ বছরের চহাল ছুঁয়ে ফেললেন অজিত আগরকরকে।১৫ বছর আগে এই মাঠে ছয় উইকেট পাওয়ার রেকর্ড ছিল আগরকরের।

Advertisement
০৩ ১০

আগরকর ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেট পান, ঠিক ৪২ রান দিয়েই।

০৪ ১০

চহাল দ্বিতীয় বোলার যিনি অস্ট্রেলীয়দের বিরুদ্ধে সেখানকার মাঠে একদিনের ম্যাচে ছয় উইকেট নিলেন।

০৫ ১০

এ ছাড়াও এই ম্যাচে চহাল অন্য রেকর্ডও গড়লেন। ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিংয়ে ষষ্ঠ স্থানে তিনি।৪২ রান দিয়ে দশ ওভারে ৬টি উইকেট পেলেন তিনি।

০৬ ১০

প্রথম স্পিনার হিসাবেও এই ম্যাচে অন্য একটি রেকর্ড গড়েছেন চহাল।

০৭ ১০

তিনি দ্বিতীয় ক্রিকেটার যিনি একদিনের ম্যাচ ও টি ২০ ক্রিকেট দুটো ক্ষেত্রেই ছয়টি করে উইকেট নিয়েছেন।

০৮ ১০

চহালের আগে এই রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার বোলার অজন্তা মেন্ডিসের।

০৯ ১০

তিনি অষ্টম স্পিনার যিনি অস্ট্রেলিয়ার মাঠেপাঁচটি বা তার বেশি উইকেট পেলেন।

১০ ১০

ভারতীয় স্পিনার হিসাবে বর্তমান কোচ রবি শাস্ত্রীকে টপকে গেলেন তিনি।শাস্ত্রী ১৯৯১ সালে পার্‌থের মাটিতে ১৫ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। এটাই ছিল এত দিন অস্ট্রেলিয়ার মাটিতে কোনও স্পিনারের সেরা বোলিং। এ দিন সেই রেকর্ড ভেঙে দিলেন চহাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement