বিশ্বকাপের আগে শেষ সিরিজ। হায়দরাবাদের ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে সেই সিরিজের শুরুটা ভালই হয়েছে। এ বার ম্যাচ নাগপুরে। গত ম্যাচে মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভাল খেললেও কিছু জায়গা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও। দ্বিতীয় ম্যাচে কি পরিবর্তন হতে পারে দলে? দেখে নিন বিরাটদের সম্ভাব্য একাদশ।
শিখর ধওয়ন: দ্রুত রান তোলার ক্ষেত্রে বাঁ হাতি ওপেনারটির বিকল্প কমই আছেন। বিশ্বকাপের আগে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। যদিও ধারাবাহিকতা নিয়ে সমস্যা রয়েছে। গত ম্যাচেও রান পাননি।
রোহিত শর্মা: ধওয়নের সঙ্গে ওপেন করার কথা হিটম্যানেরই। বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ রোহিতের সামনে। এ ছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের রেকর্ড বেশ ভাল। যদিও গত ম্যাচে ৬৬ বলে ৩৭ রান করায় গতি নিয়ে প্রশ্ন উঠেছে।
বিরাট কোহালি: গত ম্যাচে ৪৫ বলে ৪৪ রান করেছেন রানমেশিন। যে কোনও ম্যাচে তিনিই ব্যাটিংয়ে প্রধান ভরসা।
অম্বাতী রায়ুডু: চার নম্বরে খেলতে পারেন অম্বাতী রায়ুডু। গত ম্য়াচে ১৯ বলে ১৩ রান করেছেন। পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপের টিকিট পাকা করতে রান করতে এই হবে এই ডানহাতিকে।
মহেন্দ্র সিংহ ধোনি: ৭১তম হাফ সেঞ্চুরি, ছয় মারার বিশ্বরেকর্ড দুটোই হয়েছে গত ম্যাচে। ওয়ান ডে ম্যাচে ধোনির মোট ছয় ২১৬। উইনিং শটও এসেছে তাঁর ব্যাট থেকেই। ৭২ বলে করলেন ৫৯ রান। মাহিকে বাদ দেওয়ার সম্ভাবনা নেই।
কেদার যাদব: কেদার যাদবের সঙ্গে ১৪৯ বলে ১৪১ রানের জুটি গড়ে মাহি মাঠ ছাড়লেন দলকে জিতিয়ে। কেদার ৮৭ বলে ৮১ রানে অপরাজিত ছিলেন। গত ম্যাচের সেরা। একটি উইকেটও পেয়েছেন। তিনি থাকতে পারেন ছয় নম্বরেই।
বিজয় শঙ্কর: গত ম্যাচে বল হাতে তেমন কিছু করতে পারেননি। ব্যাট করার সুযোগ পাননি। তবে হার্দিক না থাকায় তাঁর বাদ পড়ার সম্ভাবনা কম।
রবীন্দ্র জাডেজা: কোন উইকেট না পেলেও ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়েছেন গত ম্যাচে। এই ম্যাচেও জাডেজার খেলার সম্ভাবনাই বেশি।
কুলদীপ যাদব: ম্যাচ জেতার ভাগীদার তিনিও। গত ম্যাচে দুই উইকেট পেয়েছেন। কুলদীপ বাদ যাওয়ার সম্ভাবনা নেই।
যশপ্রীত বুমরা: তিন ফরম্যাটের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন বারবার। গত ম্যাচেও পেয়েছেন দুই উইকেট।
মহম্মদ শামি: গত ম্যাচে ১০ ওভারে ৪৪ রানে দুই উইকেট পেয়েছেন, সঙ্গে জোড়া মেডেন। শামির বাদ পড়ার সম্ভাবনা প্রায় নেই।