Team India

ছোড়াছুড়ি খেলে গাব্বায় নেমেছিলেন রাহানেরা

শুক্রবার থেকে শুরু হল চতুর্থ টেস্ট। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার ২৭৪ রানে ৫ উইকেট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১৬:৪৫
Share:

ভারতীয় দলের অনুশীলন। ছবি: ভিডিয়ো থেকে

শুক্রবার ম্যাচ শুরুর আগে ভারতীয় দলকে দেখা গেল এক অভিনব অনুশীলনে মগ্ন থাকতে। বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেলে দেখা গেল সেই ভিডিয়ো। রোহিত শর্মা, ঋষভ পন্থরা ম্যাচে নামার আগে তরতাজা করে নিলেন নিজেদের।

Advertisement

ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের তত্ত্বাবধানে চলল অনুশীলন। রোহিতদের দেখা গেল ক্যাচ প্র্যাকটিসের সঙ্গে দ্রুত স্থান পরিবর্তন করতে। বল ছোঁড়া, ক্যাচ নেওয়া এবং দ্রুত জায়গা পরিবর্তনের অনুশীলন চলল একসঙ্গেই। উইকেটে বল ছোঁড়ার অনুশীলনেও দেখা গেল অভিনবত্ব। নির্দিষ্ট এক স্থান থেকে উইকেটে বল ছুঁড়ে লাগাতে পাড়লে দৌড়ে এসে তুলে নিতে হবে উইকেটটি। খেলা যত এগোবে, তত কমতে থাকবে উইকেট।

শুক্রবার থেকে শুরু হল চতুর্থ টেস্ট। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার ২৭৪ রানে ৫ উইকেট। অভিষেক ম্যাচ খেলতে নেমে উইকেট পেয়েছেন টি নটরাজন এবং ওয়াশিংটন সুন্দর। চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে নবদীপ সাইনিকে। মার্নাস লাবুশানের শতরানে ভর করেই রান তুলল অস্ট্রেলিয়া।

Advertisement

আরও পড়ুন: ভারতীয় বোলিংয়ের রিজার্ভ বেঞ্চ নজর কাড়ল ব্রিসবেনে

আরও পড়ুন: এক সিরিজে ২০ ক্রিকেটার! অভিনব রেকর্ড ভারতীয় দলের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement