সিডনির মাঠে ঋদ্ধি। ছবি: সোশ্যাল মিডিয়া
ফের চোটের আশঙ্কা ভারতীয় শিবিরে। সিডনিতে ব্যাট করার সময় ভারতের উইকেটকিপার ঋষভ পন্থের হাতে এসে লাগে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের বল। কনুইয়ে লাগার পর সঙ্গে সঙ্গেই দেখা যায় জায়গাটা ফুলে গিয়েছে। সেই অবস্থাতেই ব্যাট করেন পন্থ। তার পর খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি। তবে ভারত ফিল্ডিং করতে নামলে উইকেটের পিছনে দেখা যায় বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে।
বিসিসিআই-য়ের তরফে জানানো হয়েছে, পন্থের কনুইয়ে লেগেছে। স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ভারতীয় দলের ইনিংস শেষ হয়ে যায় ২৪৪ রানে। ঋদ্ধিমান উইকেটকিপিং করলেও ব্যাট করতে পারবেন না তিনি। তাই ভারতের দ্বিতীয় ইনিংসের আগে যদি তিনি সুস্থ না হয়ে ওঠেন, তা হলে একজন ব্যাটসম্যান কম নিয়েই খেলতে হবে ভারতকে।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৩৮ রান। ভারতকে ২৪৪ রানে থামিয়ে দিয়ে ৯৪ রানের লিড নেয় তারা। এখন দেখার দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ভারতের সামনে জেতার জন্য কত রানের লক্ষ্য রাখে আয়োজক দেশ।
আরও পড়ুন: ঋষভের সমস্যা ফুটওয়ার্ক, শিখুক ঋদ্ধিকে দেখেই, বার্তা কিরমানির