ক্যাচ ফেললেন পন্থ। ছবি: সোশ্যাল মিডিয়া
দিনের খেলা শেষ | ৫৫ ওভার | অস্ট্রেলিয়া ১৬৬/২ | শুরুতে ওয়ার্নার এবং পরে পুকোভস্কিকে হারালেও দিনের শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের সেই ভাবে ভয়ঙ্কর হতে দিলেন না লাবুশানেরা (৬৭ রানে অপরাজিত)। ক্রিজে রয়েছেন স্মিথ (৩১ রানে অপরাজিত)।
৪৭ ওভার | অস্ট্রেলিয়া ১৫৫/২ | বুমরা এবং অশ্বিন এখনও কোনও উইকেট পাননি। অশ্বিনের বলে পন্থ একটি ক্যাচ ফেলেন। সেই ক্যাচ নিতে পারলে আরও আগেই পুকোভস্কিকে ফিরিয়ে দিত ভারত। স্মিথ (২৭ রানে অপরাজিত) এবং লাবুশানের (৬০ রানে অপরাজিত) ব্যাটে ভর করে আত্মবিশ্বাসী দেখাচ্ছে অস্ট্রেলিয়াকে। বড় রানের দিকে এগোচ্ছে তারা। দিনের খেলা শেষ হওয়ার আগে এঁদের ফেরাতে চাইবেন রাহানেরা।
লাবুশানে ৫০* | টেস্টে নবম হাফ সেঞ্চুরি লাবুশানের। ১০৮ বলে অর্ধশতরান করলেন তিনি।
৩৭ ওভার | অস্ট্রেলিয়া ১২১/২ | ক্রিজে অস্ট্রেলিয়ার সেরা ২ ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবং লাবুশানে (৪০ রানে অপরাজিত)। দ্রুত রান তুলে চাপ কাটানোর চেষ্টা করছেন স্মিথ (১৩ রানে অপরাজিত)।
উইকেট | আউট পুকোভস্কি। এক অভিষেককারী ফেরালেন অন্য অভিষেককারীকে। সাইনির বলে এলবিডাবলু হলেন পুকোভস্কি (১১০ বলে ৬২ রান)।
চা বিরতি | ৩১ ওভার | অস্ট্রেলিয়া ৯৩/১ | পন্থের ক্যাচ ফেলা বড় বিপদের সঙ্কেত হয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি করে ফেলেছেন পুকোভস্কি। দ্বিতীয় সেশনে ম্যাচে ফিরে এসেছে অস্ট্রেলিয়া। বড় রান তোলার ইঙ্গিত দিচ্ছেন ২ অজি ব্যাটসম্যান। চা বিরতিতে যাওয়ার আগে পুকোভস্কি ৫৪ রানে অপরাজিত এবং লাবুশানে ৩৪ রানে অপরাজিত।
পুকোভস্কি ৫৩* | অভিষেক ম্যাচে নেমেই হাফ সেঞ্চুরি। ভারতের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা নবদীপ সাইনির বলে চার মেরে প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি করলেন পুকোভস্কি।
৩০ ওভার | অস্ট্রেলিয়া ৮৪/১ | ২ অজি ব্যাটসম্যান ধীরে ধীরে ইনিংস গড়ছেন। ভারতীয় বোলাররা কোনও ভাবেই বিপদে ফেলতে পারছেন না তাঁদের।
২৫ ওভার | অস্ট্রেলিয়া ৫৬/১ | পুকোভস্কির উইকেট প্রায় পেয়েই গিয়েছিল ভারত। পন্থ ক্যাচ নিয়ে নিজেও বুঝতে পারেননি সেটা নিতে পেরেছেন কি না। তৃতীয় আম্পায়ার কাছে গেলে তিনি নট আউটের সিদ্ধান্ত জানান। বল পুকোভস্কির হাতে লেগে উঁচুতে উঠে যায়। সেই ক্যাচ নিতে পিছন দিকে দৌড়ে যান পন্থ, কিন্তু শেষ মুহূর্তে বল মাটি ছুঁয়েছে বলে মনে করেন তৃতীয় আম্পায়ার।
২০ ওভার | অস্ট্রেলিয়া ৪৬/১ | বুমরা এবং অশ্বিনের দাপটে শেষ ৫ ওভারে উঠল মাত্র ৫ রান। তবে এখনও সাইনিকে বল করতে আনেননি রাহানে। উইকেটের খোঁজে ভারতীয় দল।
১৫ ওভার | অস্ট্রেলিয়া ৪১/১ | প্রথম বোলিং পরিবর্তন করল ভারত। তবে পেসার নবদীপ সাইনি নয়, বল করলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বৃষ্টির পর ম্যাচ শুরু হলে অস্ট্রেলিয়ার ২ ব্যাটসম্যান পুকোভস্কি (২১ রানে অপরাজিত) এবং লাবুশানেকে (১৫ রানে অপরাজিত) এখনও বিপদে ফেলতে পারেননি ভারতীয় বোলাররা।
১০ ওভার | অস্ট্রেলিয়া ২৭/১ | ওয়ার্নারের শুরুতেই ফিরে যাওয়া বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। বৃষ্টির পর স্যাঁতস্যাঁতে সিডনিতে বুমরারা ভয়ঙ্কর হয়ে উঠলে বিপদে পড়বে লাবুশানেরা। মেঘ কেটে গিয়ে সিডনির মাঠে রোদ কিছুটা স্বস্তি দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের।
ম্যাচের বয়স তখন মাত্র ৭.১ ওভার। বৃষ্টি শুরু হয় সিডনির মাঠে। তবে তার মধ্যেই গুরুত্বপূর্ণ কাজটা সেরে রেখেছেন মহম্মদ সিরাজ। চোট সারিয়ে মাঠে ফেরা অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়েছেন তিনি। বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়ার ২১ রানে ১ উইকেট।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সিরাজ এবং যশপ্রীত বুমরা শুরুতে খুব স্বস্তি দেননি অস্ট্রেলিয়ার ওপেনারদের। ওয়ার্নার (৮ বলে ৫ রান) ফেরেন স্লিপে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়ে। ক্রিজে রয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা উইল পুকোভস্কি (১৪ রানে অপরাজিত) এবং মার্নাস লাবুশানে (২ রানে অপরাজিত)।
সিডনিতে তৃতীয় টেস্টে এখন অপেক্ষা বৃষ্টি বন্ধ হওয়ার। ইতিমধ্যেই লাঞ্চ হয়ে গিয়েছে। ক্রিকেটাররা অপেক্ষা করে রয়েছেন মাঠে নামার জন্য। বৃষ্টি থামলে ম্যাচ শুরু হলেও কত ওভার খেলা হবে সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। আকাশে মেঘ করে থাকার ফলে পর্যাপ্ত আলো নিয়ে রয়েছে সন্দেহ।