India vs Australia

প্রথম টি২০ ম্যাচের আগে চুটিয়ে আড্ডা বিরাট, হার্দিকদের

একদিনের সিরিজে ২-১ ব্যবধানে হারের পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নামল ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ১৫:৫৩
Share:

ক্যাফেতে বিরাটরা। ছবি: সোশ্যাল মিডিয়া

অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজে বিশ্রিভাবে হারতে হলেও বিরাট কোহালিদের বিনোদনে কোনও ঘাটতি নেই। ফুরফুরে মেজাজেই রয়েছে টিম ইন্ডিয়া। শুক্রবার প্রথম টি২০ ম্যাচের আগে বিরাট কোহালি, হার্দিক পাণ্ড্য, লোকেশ রাহুল এবং ময়াঙ্ক আগরওয়ালকে দেখা গিয়েছে ক্যানবেরায় হোটেলের বাইরে একটি ক্যাফেতে চুটিয়ে সময় কাটাচ্ছেন। সেখানে ছিলেন ময়াঙ্কের স্ত্রী আশিতা সুদও।

Advertisement

হার্দিক তাঁদের আড্ডার সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘রৌদ্রোজ্জ্বল, সুন্দর ক্যানবেরাতে আমরা আড্ডায়।’

একদিনের সিরিজে ২-১ ব্যবধানে হারের পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নামল ভারত। এবার টিম ইন্ডিয়া ডেভিড ওয়ার্নার এবং প্যাট কামিন্সহীন অস্ট্রেলিয়াকে টি২০ সিরিজে হারাতে পারে কিনা, সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের। কুঁচকির চোটের জন্য ওয়ার্নার টি২০ সিরিজ থেকে বাদ পড়েছেন। টেস্ট সিরিজের কথা ভেবে অস্ট্রেলিয়া কামিন্সকে টি২০ সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে।

Advertisement

A post shared by Hardik Pandya (@hardikpandya93)

প্রথম ম্যাচের আগে চাপ কমাতে কিছুটা ছুটির মেজাজে ছিলেন বিরাটরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে ওপেন করতে দেখা যাবে কে এল রাহুলকে।

আরও পড়ুন: ২০২২ সালের এশিয়া কাপ পাকিস্তানে, জানালেন পিসিবি প্রধান

তিন ম্যাচের টি২০ সিরিজ শেষ হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলবে ভারত। টেস্ট সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement