ব্যাট হাতে মারমুখী হার্দিক। ছবি: সোশ্যাল মিডিয়া
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যখন সিডনিতে ধ্বংস করছিলেন ভারতীয় বোলারদের, তখন বার বার কথা উঠে আসছিল হার্দিক পাণ্ড্যর। কেন তিনি দলে থাকা সত্ত্বেও ১ ওভারও বল করলেন না? তবে কী পুরো ফিট নন তিনি?
আইপিএল চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও বল করেননি হার্দিক পাণ্ড্য। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা সেই সময় বলেন, “এখনও বল করার জন্য ফিট নয় হার্দিক। ও বল করবে কি না সেটা ওর ওপরেই ছাড়া হয়েছে।” প্রশ্ন উঠছে সেই চোট কি তা হলে এখনও বর্তমান। সেই অবস্থাতেই তাঁকে নিয়ে যাওয়া হল অস্ট্রেলিয়ায়। রাখা হল প্রথম একাদশেও। ধারাভাষ্যকাররাও মনে করিয়ে দিচ্ছিলেন তাঁর পিঠের চোটের কথা। দলের ৫ বোলার যখন মার খাচ্ছে, তখন বিরাটের হাতে ষষ্ঠ বোলারের কোনও বিকল্পই রইল না এর ফলে।
এক জন অলরাউন্ডার যদি বল করতে না পেরেও দলে থাকতে পারেন শুধু ব্যাটিংয়ের জন্য, তবে ‘চোট’ পাওয়া রোহিত কেন দলে নেই সেই প্রশ্ন উঠতেই পারে। আইপিএল ফাইনালে রোহিতের ব্যাটে ভর করেই জেতে মুম্বই। ব্যাটিং দেখে এক বারও মনে হয়নি কোনও অসুবিধা রয়েছে তাঁর। তবু অস্ট্রেলিয়া সফরে নেই তিনি। এমন সিদ্ধান্তে অবাক স্বয়ং অধিনায়ক কোহালি। দলের সেরা ওপেনারকে দেশে রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে যাওয়াটা কি বেশিই দুঃসাহসিক কাজ হয়ে গেল? প্রশ্ন তুলছেন ক্রিকেটমহলের একাংশ।
আরও পড়ুন: ‘এ রকম ঘটনা কাম্য নয়, রোহিতকে তো ফোন করতে পারত বিরাট’
আরও পড়ুন: সিডনিতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে মাঠে ঢুকে আদানির কয়লা খনি নিয়ে প্রতিবাদ