ইরাককে হারিয়ে চমক ভারতের

অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ ফুটবলে গত বারের চ্যাম্পিয়ন ইরাককে গ্রুপ পর্যায়ের ম্যাচে সেই ১-০ গোলে হারাল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ০৩:৩৬
Share:

প্রতীকী ছবি।

দাদাদের নজির গড়ার দিনই চমকে দিল ভাইরাও।

Advertisement

অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ ফুটবলে গত বারের চ্যাম্পিয়ন ইরাককে গ্রুপ পর্যায়ের ম্যাচে সেই ১-০ গোলে হারাল ভারত। ম্যাচের অন্তিম লগ্নে বুয়েভেনেশের হেডে ইরাকের জালে বল জড়িয়ে দিতেই ইতিহাস গড়ল ভারতের জুনিয়র দল। এই প্রথম বার সব বয়সভিত্তিক বিভাগ মিলিয়ে প্রথম বার ভারত জিতল ইরাকের বিরুদ্ধে।

রুদ্ধশ্বাস ম্যাচের পরে ভারতীয় কোচ বিবিয়ানো ফের্নান্দেজ বলেছেন, ‘‘ভারতের প্রত্যেক কোচকে এই জয় উৎসর্গ করতে চাই। তাদের জন্যই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শিবিরে ভাল ফুটবলার উঠে আসছে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘নিজেদের দক্ষতার উপর ভরসা করা শুরু করতে হবে আমাদের। ফাইনাল ম্যাচই হোক অথবা কোনও প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ের ম্যাচ, শেষ মুহূর্তের গোলে জেতার স্বাদই অন্য রকম।’’ তবে, ইরাকের বিরুদ্ধে প্রথমে বেশ সমস্যায় পড়তে হয়েছিল ভারতকে। ভারতীয় ফুটবলারদের থেকে শারীরিক ক্ষমতার দিক থেকে অনেকটাই এগিয়ে ইরাকিরা। বিবিয়ানোর কথায়, ‘‘ওদের চেহারার সঙ্গে পাল্লা দিয়ে খেলা বেশ কঠিন। কিন্তু গত কয়েকটি ম্যাচে আমরা ভাল খেলেছি। তাই ইরাকের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস ছিল আমাদের ছেলেদের। জানতাম, ইরাককে হারানোর জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেবে আমার দলের ছেলেরা।’’

Advertisement

গত ম্যাচে জাপানের বিরুদ্ধে জিততে না পারলেও একটি গোল শোধ করেছিল ভারত। এই ম্যাচের আগে সেই কথাই ছেলেদের বারবার মনে করিয়ে দিতেন কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement