India tour of Australia

নেটে দুর্দান্ত ছন্দে বিরাট, ভিডিয়ো পোস্ট করল বিসিসিআই

রোহিত শর্মার অনুপস্থিতিতে এক দিনের সিরিজে ভারতীয় ব্যাটিং অনেকটাই নির্ভর করছে কোহালির উপর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৮:৩৫
Share:

রোহিত শর্মার অনুপস্থিতিতে এক দিনের সিরিজে ভারতীয় ব্যাটিং অনেকটাই নির্ভর করছে কোহালির উপর।—ফাইল চিত্র।

ক্রিজ ছেড়ে বেরিয়ে তুলে মারছেন যেমন, তেমনই মারছেন অফড্রাইভ, কাট। অনায়াসে করছেন ফ্লিক। মিড উইকেটে বল পাঠাচ্ছেন কব্জির মোচড়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম এক দিনের ম্যাচের আগে নেটে রীতিমতো ছন্দে দেখা গেল ভারত অধিনায়ক বিরাট কোহালিকে

Advertisement

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পোস্ট করা সেই ভিডিয়ো মুহূর্তে সাড়া ফেলল দ্রুত। ব্যাটে বলের মধুর শব্দে তাঁর টাইমিং প্রতিফলিত হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করলেন অনেকে। কেউ আবার চাইলেন সেঞ্চুরি।

রোহিত শর্মার অনুপস্থিতিতে এক দিনের সিরিজে ভারতীয় ব্যাটিং অনেকটাই নির্ভর করছে কোহালির উপর। তিন নম্বরে নেমে দলকে ভরসা দেওয়াই তাঁর দায়িত্ব। পাশাপাশি, অধিনায়ক হিসেবেও এ বার বড় চ্যালেঞ্জের সামনে তিনি। কারণ, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার থাকায় অস্ট্রেলিয়া এ বার পূর্ণ শক্তির।

Advertisement

আরও পড়ুন: কোহালিকে সর্বকালের সেরা ওয়ান ডে ক্রিকেটার বললেন অজি অধিনায়ক

আরও পড়ুন: রেট্রো লুকে ফিরছে টিম ইন্ডিয়া, ৮ মাস পর মাঠে নামছে বিরাট কোহালির ভারত

কোহালি অবশ্য ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের পর খেলবেন শুধু প্রথম টেস্ট। প্রথম সন্তানের জন্মের সময় তিনি স্ত্রীর পাশে থাকতে চান। তাই দেশে ফিরে আসবেন। সেই সিদ্ধান্ত যদিও ক্রিকেটপ্রেমীদের কারও কারও পছন্দ হচ্ছে না। বোর্ডের পোস্ট করা এই ভিডিয়োর নীচেই কেউ কেউ তাঁর দেশে ফিরে আসার সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement