India tour of Australia

সচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ২২ হাজার কোহালির

এই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে কোহালির মোট রান দাঁড়াল ২২,০১১।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ২০:৩৩
Share:

কোহালি রান পেলেও সিরিজ হারল ভারত। ছবি টুইটার থেকে নেওয়া।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২২ হাজার রান করলেন বিরাট কোহালি। রবিবার সিডনিতে সচিন তেন্ডুলকরের রেকর্ড টপকে গেলেন তিনি।

এর আগে সচিন তেন্ডুলকর ৪৯৩ ইনিংস নিয়েছিলেন ২২ হাজার রানে পৌঁছতে। কোহালির লাগল ৪৬২ ইনিংস। তাঁর পরে এই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা (৫১১ ইনিংস) ও রিকি পন্টিং (৫১৪ ইনিংস)।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে রবিবার কোহালি ৮৩ বলে করলেন ৮৯। এই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান দাঁড়াল ২২,০১১। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর রান যথাক্রমে ৭২৪০, ১২৮৩৪ ও ২৭৯৪। তিনিই একমাত্র ব্যাটসম্যান যাঁর তিন ফরম্যাটেই গড় পঞ্চাশের বেশি।

Advertisement

আরও পড়ুন: সিরিজ হারের মাঠেই নাটক, গ্যালারিতে অজি বান্ধবীকে প্রোপোজ ভারতীয় সমর্থকের​

আরও পড়ুন: সন্তানের জন্মের জন্য ফিরে আসার অনুমতি চাইনি: গাওস্কর​

Advertisement

সার্বিক ভাবে আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান সংগ্রহকারীর তালিকায় এখন আটে রয়েছেন কোহালি। ৩৪,৩৫৭ রানে শীর্ষে রয়েছেন সচিন। পর পর আছেন কুমার সঙ্গাকারা (২৮,০১৬ রান), রিকি পন্টিং (২৭,৪৮৩ রান), মাহেলা জয়বর্ধনে (২৫,৯৫৭ রান), জ্যাক ক্যালিস (২৫,৫৩৪ রান), রাহুল দ্রাবিড় (২৪,২০৮ রান), ব্রায়ান লারা (২২,৩৫৮ রান) ও বিরাট কোহালি (২২,০১১)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement