শীর্ষে ভারত

আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটা ধরে রাখল ভারত। ধরে রাখলেন রবিচন্দ্রন অশ্বিনও। এ দিন প্রকাশিত র‌্যাঙ্কিং তালিকায় ১১৫ পয়েন্টে ভারত, পাকিস্তানের পয়েন্ট ১১১। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া (১০৮)।

Advertisement
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০৪:১১
Share:

আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটা ধরে রাখল ভারত। ধরে রাখলেন রবিচন্দ্রন অশ্বিনও। এ দিন প্রকাশিত র‌্যাঙ্কিং তালিকায় ১১৫ পয়েন্টে ভারত, পাকিস্তানের পয়েন্ট ১১১। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া (১০৮)। নিউজিল্যান্ড সিরিজের দুর্দান্ত ফর্মের দৌলতে দ্বিতীয় দ্রুততম বোলার হিসাবে ২০০ উইকেটে পৌঁছনো অশ্বিন বোলারদের তালিকায় এক নম্বরের সঙ্গে অলরাউন্ডারদের তালিকাতেও এক নম্বরে। অশ্বিনের বোলিং পার্টনার রবীন্দ্র জাডেজা বোলারদের তালিকায় সাতে, অলরাউন্ডারদের তালিকায় পাঁচে । ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সেরা ষষ্ঠ স্থানে থাকা অজিঙ্ক রাহানে। এক ধাপ করে উন্নতি করে চেতেশ্বর পূজারা চোদ্দোতম এবং বিরাট কোহালি ষোলোতম স্থানে। এ দিকে ইংল্যান্ডকে বিধ্বস্ত করা স্পেলের দৌলতে অভিষেকেই সাড়া ফেলা বাংলাদেশি স্পিনার মেহেদি হাসান এক লাফে র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তেত্রিশ নম্বরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement