ইডেনে গোলাপি বলে টেস্ট ২২ নভেম্বর থেকে। ফাইল চিত্র।
ইডেনে গোলাপি বলে দিন-রাতের টেস্ট ২২ নভেম্বর থেকে। গোলাপি বলে প্রস্তুতির জন্য তাই আলাদা করে সময় নেই প্রস্তুতির। সেই কারণে ইনদওরে গোলাপি বলে অনুশীলন করতে চাইছে টিম ইন্ডিয়া।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ইনদওরেই ১৪ নভেম্বর থেকে। টি-টোয়েন্টি সিরিজ ২-১ জেতার পর এ বার পাঁচদিনের ফরম্যাটে সরে যাচ্ছে ফোকাস। তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ, ইডেনে সিরিজের দ্বিতীয় টেস্টই হতে চলেছে ঐতিহাসিক। এর আগে ভারত কখনও গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলেনি। ভারতেও হয়নি গোলাপি বলে টেস্ট। গোলাপি বলে খেলারও তেমন অভিজ্ঞতা নেই ক্রিকেটারদের। ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, চেতেশ্বর পূজারাদের মতো কেউ কেউ বিচ্ছিন্ন ভাবে খেললেও তা টেস্টের প্রস্তুতির পক্ষে যথেষ্ট নয়।
আর সেই কারণেই লাল বলে প্রথম টেস্টের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি গোলাপি বলেও প্রস্তুতি সারতে আগ্রহী টিম ইন্ডিয়া। মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থাকে তাই নৈশালোকে অনুশীলন করতে চেয়ে অনুরোধ পাঠিয়েছে দল পরিচালন সমিতি। সংস্থার প্রাক্তন সচিব মিলিন্দ কানমাদিকর সংবাদ সংস্থাকে বলেছেন, “গোলাপি বলে টেস্টের কথা ভেবে নৈশালোকে অনুশীলন করতে চাইছে ভারতীয় দল। সেই অনুরোধও করেছে দল। আমরা তাই সেই ব্যবস্থা করছি।”
আরও পড়ুন: ‘বোলিং ভাল করেছি, পরের বার ব্যাট হাতে নিজেকে মেলে ধরব’
আরও পড়ুন: গোলাপি বলে মহড়া শুরু হল শামিদের