Indian Football Team

Indian Football: বাংলাদেশের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবেন সুনীল ছেত্রীরা

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল সংস্থা। আগামী ৩ অক্টোবর থেকে মলদ্বীপের মালেতে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২১ ১৪:৪৫
Share:

৩ অক্টোবর প্রথম খেলা সুনীলদের। ছবি টুইটার

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল সংস্থা। আগামী ৩ অক্টোবর থেকে মলদ্বীপের মালেতে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। ভারত-সহ মোট পাঁচটি দল এই প্রতিযোগিতায় খেলবে।

Advertisement

ভারতের জাতীয় ফুটবল দল এখন কলকাতায় প্রস্তুতি শিবির চালাচ্ছে। তবে ক্লাবের হয়ে খেলার কারণে অনেকেই সেই শিবিরে নেই। সুনীল ছেত্রী, প্রীতম কোটাল, শুভাশিস বসুরা ব্যস্ত এএফসি কাপে খেলতে। সেই প্রতিযোগিতা হলে তাঁরা জাতীয় শিবিরে যোগ দেবেন।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নেপালের বিরুদ্ধে দু’টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। তবে ক্রোয়েশিয়ার ক্লাব সিবেনিকে যোগ দেওয়া সন্দেশ ঝিঙ্গন সেই ম্যাচগুলিতে খেলতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। সুনীল ছেত্রী-সহ বাকিদের পাওয়ার আশা করছেন কোচ ইগর স্তিমাচ।

Advertisement

৩ অক্টোবর প্রথম দিনই বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত। এরপর তাদের খেলা যথাক্রমে শ্রীলঙ্কা (৬ অক্টোবর), নেপাল (৮ অক্টোবর) এবং মলদ্বীপের (১১ অক্টোবর) সঙ্গে। রাউন্ড রবিন নিয়মে খেলা হবে। শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে, যা হবে ১৩ অক্টোবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement