India

টোকিয়ো অলিম্পিক্সে ভারতের মহিলা হকি দল

প্রথম লেগে ভারত ৫-১ গোলে হারিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। সেই জয়ের ফলে অলিম্পিক্সে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছিল ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

ভুবনেশ্বর শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৯ ২০:৩১
Share:

ভারতের মহিলা হকি দল টোকিয়ো অলিম্পিক্সের ছাড়পত্র পেল। ছবি— টুইটার থেকে।

টোকিয়ো অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করল ভারতের মহিলা হকি দল।

Advertisement

শনিবার টোকিয়ো অলিম্পিক্সের যোগ্যতা নির্ণায়ক পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় লেগে ভারতের মহিলারা ১-৪ হার মানলেও এগ্রিগেটে ভারত ৬-৫ জিতে টোকিয়োর ছাড়পত্র জোগাড় করে ফেলে।

প্রথম লেগে ভারত ৫-১ গোলে হারিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। সেই জয়ের ফলে অলিম্পিক্সে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছিল ভারত। এ দিন আমেরিকার প্রাধান্য থাকলেও রানি রামপালের করা একমাত্র গোল ভারতকে পৌঁছে দেয় টোকিয়ো অলিম্পিক্সে।

Advertisement

আরও পড়ুন: মাত্র তিন সেকেন্ডেই দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে রাজি হয়েছিলেন কোহালি, বললেন সৌরভ

এই নিয়ে তিন বার (১৯৮০, ২০১৬ এবং ২০২০) অলিম্পিক্সে যাচ্ছে ভারতের মহিলা হকি দল। দ্বিতীয় লেগে দাপট দেখালেও টোকিয়ো অলিম্পিক্সের দরজা যে বন্ধ হয়ে যাবে তাঁদের জন্য, তা ভাবতেই পারেননি আমেরিকার মহিলা হকি দলের খেলোয়াড়রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement