রোহিত শর্মা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে দুরন্ত শতরান করেন রোহিত। ফলে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে রোহিতকে রেখেই দল সাজাচ্ছে ভারত।
শিখর ধবন: টি২০ ফর্ম্যাটে সব সময়ই ভয়ঙ্কর শিখরের চওড়া ব্যাট। প্রথম টি২০ তে ‘গব্বর’কে রেখেই দল সাজাচ্ছে ভারত।
বিরাট কোহালি: অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার অটোমেটিক চয়েস বিরাট।
শ্রেয়স আইয়ার: ভারতের সিনিয়ার দলে অভিষেক হতে চলেছে শ্রেয়স আইয়ারের।
হার্দিক পাণ্ড্য: এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক। ব্যাট ও বল হাতে বহু বার নিজের অবদান রেখেছেন এই তরুণ ক্রিকেটার।
মহেন্দ্র সিংহ ধোনি: ধোনিকে ছাড়া ভারতীয় দল ভাবা এই মুহূর্তে যেন একেবারেই অসম্ভব।
জসপ্রীত বুমরা: কিউয়িদের বিরুদ্ধে শেষ ওয়ান ডে-তে দুর্দান্ত বোলিং করেছিলেন জসপ্রীত। টি২০ ম্যাচেও জসপ্রীত ভারতের অন্যতম হাতিয়ার।
যুজবেন্দ্র চহাল: চহালকে রেখেই দল নামানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।
ভুবনেশ্বরকে রেখেই দল সাজিয়েছে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট।
অক্ষর পটেল: প্রথম টি২০ ম্যাচে দলে সুযোগ পেয়েছেন অক্ষর পটেলও।
আশিস নেহরা: ফিরোজ শাহ কোটলায় আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ খেলতে চলেছেন নেহরা।