রঙ্কিকে আউট করার পর উচ্ছ্বাস হার্দিক ও বিরাটের। ছবি: পিটিআই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত। ধর্মশালার মাটিতে ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ভারতীয় ক্রিকেট বাহিনী। ৩৩ ওভারের মাথায় ছয় মেরে দলের জয় নিশ্চিত করেন কোহালি।
ধর্মশালায় প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। এবং গোড়া থেকেই নিউজিল্যান্ডকে চাপে রেখে দিলেন উমেশ যাদব আর হার্দিক পাণ্ড্য। আজই একদিনের আন্তর্জাতিকে অভিষেক হল হার্দিকের। সাত ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট পেলেন। উমেশ পেলেন দুই উইকেট। অমিত মিশ্র তিনটে এবং কেদার যাদব দুই উইকেট পেলেন। ৪৪ ওভার শেষ করার আগেই নিউজিল্যান্ড গুটিয়ে গেল ১৯০ রানে। কিউয়ি ওপেনার টম লাথামের অপরাজিত ৭৯ ছাড়া উল্লেখযোগ্য রান পেয়েছেন একমাত্র টিম সাউদি (৫৫)। নবম উইকেট জুটিতে লাথাম এবং সাউদির ৭১ রানই বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছে নিউজিল্যান্ডকে। মাত্র ৬৫ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল তাদের। সেখান থেকে কিছুটা সামাল দেয় লাথাম-ব্রেসওয়েলের অষ্টম উইকেট জুটি। এই জুটিতে ওঠে ৪১ রান। ব্রেসওয়েল যখন আউট হন স্কোরবোর্ডে তখন রান ১০৬।
আরও খবর...