৪-০-এ সিরিজ জিতুক ভারত, চান সচিন

‘পুরো কর্তৃত্ব রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়! টিম ইন্ডিয়াকে অভিনন্দন। চলো এ বার ৪-০ করতে ঝাঁপাই।’ তাঁর ঘরের মাঠে বিরাট কোহালিরা সবে ৩-০ হারিয়েছেন ইংল্যান্ডকে। টিমকে দুর্দান্ত সিরিজ জয়ের অভিনন্দন জানাতে সময় নষ্ট করেননি সচিন তেন্ডুলকর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬ ০৪:১০
Share:

‘পুরো কর্তৃত্ব রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়! টিম ইন্ডিয়াকে অভিনন্দন। চলো এ বার ৪-০ করতে ঝাঁপাই।’ তাঁর ঘরের মাঠে বিরাট কোহালিরা সবে ৩-০ হারিয়েছেন ইংল্যান্ডকে। টিমকে দুর্দান্ত সিরিজ জয়ের অভিনন্দন জানাতে সময় নষ্ট করেননি সচিন তেন্ডুলকর।

Advertisement

প্রাক্তন-বিশেষজ্ঞ-সমর্থক মিলিয়ে ক্রিকেটবিশ্ব এ দিকে মজে বিরাট কোহালিতে। তাঁর ডাবল সেঞ্চুরির রেশ থেকে এখনও বেরোতে পারেনি তারা। লতা মঙ্গেশকর যেমন টুইটারে আলাদা করে কোহালির উল্লেখ করে বলেছেন, ভারত অধিনায়কের বিশেষ অভিবাদন প্রাপ্য। তাঁর দুর্দান্ত ২৩৫-এর জন্য।

সুনীল গাওস্কর আবার বলেছেন, কোহালির মতো ক্রিকেটার ভারত কোনও দিন দেখেছে কি না, তা নিয়ে তাঁর যথেষ্ট সন্দেহ আছে। ‘‘২০১৪ সালে ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। দেখবেন, এর পর ইংল্যান্ডে গিয়ে একাধিক সেঞ্চুরি করে সেটা পুষিয়ে নেবে বিরাট,’’ একটি টিভি চ্যানেলকে বলেছেন গাওস্কর। সঙ্গে যোগ করেছেন, ‘‘টেকনিক পাল্টায় না। টেম্পারামেন্ট পাল্টায়। আর এই টেম্পারামেন্টের দিক দিয়ে বিরাট নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে।’’ গাওস্কর মনে করেন, ওয়াংখেড়েতে টার্নিং উইকেট ছিল বলে সেখানে বিরাটের দুর্দান্ত ইনিংস বাড়তি প্রশংসার দাবি রাখে।

Advertisement

আইপিএলে বিরাটের সতীর্থ ক্রিস গেইল নন-স্ট্রাইকিং এন্ড থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়কের প্রচুর বিস্ফোরণ দেখেছেন। বিরাটের বর্তমান ছন্দে তাই তিনি এতটুকু অবাক নন। ‘‘বিরাট যে দুর্দান্ত ব্যাটসম্যান, আমরা সবাই সেটা জানি। ও যা যা করছে, কোনওটাই তাই আশ্চর্যের নয়। ওর কাছ থেকে নিশ্চিত আরও অনেক দুর্ধর্ষ ইনিংস দেখতে পাব,’’ বলেছেন গেইল।

কোহালির জয়যাত্রা

• শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-১ (শ্রীলঙ্কা, ২০১৫ অগস্ট)

• দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ (ভারত, ২০১৫ নভেম্বর-ডিসেম্বর)

• ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ (ওয়েস্ট ইন্ডিজ, ২০১৬ জুলাই-অগস্ট)

• নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ (ভারত, ২০১৬ সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর)

• ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ (ভারত, ২০১৬ নভেম্বর-ডিসেম্বর, এক টেস্ট বাকি থাকতে)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement