একদিনের সিরিজে জিম্বাবোয়েকে ৩-০এ হারিয়েই টি২০ সিরিজ শুরু করেছিলেন ধোনিরা। কিন্তু শুরুটা ভাল হল না। প্রথম ম্যাচে মাত্র ২ রানে হেরে যেতে হল ভারতকে। শেষ বলে ভারতের দরকার ছিল ৪ রান। ব্যাট হাতে সেই সময় বোলারের সামেন ছিলেন স্বয়ং অধিনায়ক ধোনি। কিন্তু লক্ষ্যে পৌঁচতে পারলেন না তিনি। চারের বদলে তাঁর ব্যাট থেকে এল মাত্র ১ রান। হাতে রয়েছে আরও দুটো ম্যাচ। সিরিজ জিততে হলে পরের দুটো ম্যাচ জিততেই হবে ভারতকে।
ভারতের সামনে ১৭১ রানের টার্গেট রেখেছিল জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানই তোলে হোম টিম। শুরুতে পর পর উইকেট গেলেও শেষ বেলায় চিগুমবুরার ছক্কার দাপটে রান পৌঁছে যায় ১৭০ এ। ওয়ানডে তে হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে আগেই। এ বার লক্ষ্য টি২০ সিরিজ। জিম্বাবোয়ের বিরুদ্ধে শনিবার হারারেতে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় দলে হয়েছে পাঁচটি পরিবর্তন। দলে এসেছেন ঋষি ধবন, মনদীপ সিংহ, জয়দেব উনাদকট, লোকেশ রাহুল এবং য়ুজবেন্দ্র চাহাল। এর মধ্যে রাহুল এবং চাহাল ওয়ান ডে সিরিজ জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন। ওয়ানডে দল থেকে বাদ পড়লন করুন নায়ার, বারিন্দর স্রান এবং যাদব। ভারত বনাম জিম্বাবোয়ে সেই ম্যাচ লাইভ..
• ২০ ওভারে ভারত ১৬৮/৬।
• ১ বলে ৪ রান দরকার ভারতের। ব্যাট করছেন ধোনি।
• মাদজিভার বলে মাসাকাদজাকে ক্যাচ দিয়ে আউট অক্ষর পটেল। করলেন ১৮ রান।
• আউট...
• ৬ বলে ভারতের দরকার ৮ রান। হাতে রয়েছে ৫ উইকেট।
• ১৯ ওভারে ভারত ১৬৩/৫।
• এই মুহূর্তে ক্রিজে রয়েছেন অক্ষর পটেল ও মহেন্দ্র সিংহ ধোনি।
• ১৮ ওভারে ভারত ১৫০/৫।
• এসেই ছক্কা হাঁকালেন অক্ষর পটেল।
• মুজারাবানির বলে তিরিপানোকে ক্যাচ দিয়ে আউট পাণ্ডে। মাত্র ২ রানের জন্য করতে পারলেন না হাফ সেঞ্চুরি।
• আউট...
• ১৭ ওভারে ভারত ১৪২/৪।
• এই ওভার থেকে এল ১২ রান।
• ১৬ ওভারে ভারত ১৩০/৪।
• এই ওভার থেকে এল ১০ রান।
• ১৫ ওভারে ভারত ১১৮/৪।
• ৩৬ বলে ভারতের দরকার ৬৩ রান। হাতে রয়েছে ৬ উইকেট।
• ১৪ ওভারে ভারত ১০৮/৪।
• ৩৪ রানে ব্যাট করছেন মনীশ।
• এই মুহূর্তে ক্রিজে রয়েছেন মনীশ পাণ্ডে ও এমএস ধোনি।
• ক্রেমারকে পাণ্ডের জোড়া ওভার বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ৩ রান।
• ১৩ ওভারে ভারত ৯২/৪।
• মুজারাবানির বলে বোল্ড কেদার যাদব। করলেন ১৯ রান।
• আউট...
• ১২ ওভারে ভারত ৮৯/৩।
• ব্যাট করছেন কেদার যাদব ও মনীশ পাণ্ডে।
• এই ওভার থেকে এল ১০ রান।
• ১১ ওভারে ভারত ৭৯/৩।
• এই ওভার থেকে এল ৯ রান।
• ১০ ওভারে ভারত ৬৯/৯।
• ক্রেমারকে পাণ্ডের ছক্কা।
• ৯ ওভারে ভারত ৬০/৩।
• এই ওভার থেকে এল ৮ রান।
• ৮ ওভারে ভারত ৫৫/৩।
• চিভাভার বলে মুতমবোডজিকে ক্যাচ দিয়ে আউট মনদীপ সিংহ। করলেন ৩১ রান।
• আউট...
• চিভাভাকে মনদীপ সিংহর বাউন্ডারি।
• ৭ ওভারে ভারত ৪৭/২।
• এই ওভারে এক উইকেট আর ৫ রান এল।
• ৬ ওভারে ভারত ৪৪/২।
• চিভাভার বলে বোল্ড রায়ডু।
• আউট...
• এই ওভার থেকে এল ১০ রান।
• ৫ ওভারে ভারত ৩৯/১।
• মুজারাবানিকে রায়ডুর জোড়া বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ১৩ রান।
• ৪ ওভারে ভারত ২৯/১।
• মাদজিভাকে মনদীপ সিংহর জোড়া বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ৩ রান।
• ৩ ওভারে ভারত ১৬/১।
• এই ওভার থেকে এল ৫ রান।
• ২ ওভারে ভারত ১৩/১।
• তিরিপানোকে রায়ডুর জোড়া বাউন্ডারি।
• এই ওভার থেকে ১ উইকেট হারিয়ে এল ৮ রান।
• ১ ওভারে ভারত ৮/১।
• মনদীপের সঙ্গে ব্যাট করতে এলেন অম্বাতি রায়ডু।
• সন্দীপ সিংহ ও লোকেশ রাহুল নেমেছিলেন ওপেন করতে।
• প্রথম বলেই আউট লোকেশ রাহুল।
• ভারতের ব্যাটিং শুরু।
• ভারতের সামনে ১৭১ রানের টার্গেট রাখল জিম্বাবোয়ে।
• ৫৪ রান করে অপরাজিত থাকলেন এলটন চিগুমবুরা।
• এই ওভার থেকে এল ১৫ রান।
• ২০ ওভারে জিম্বাবোয়ে ১৭০/৬।
• ছক্কা মেরে হাফ সেঞ্চুরি করলেন চিগুমবুরা।
• বুমরাহকে চিগুমবুরার আবার ছ্ক্কা।
• এই ওভার থেকে এল ২১ রান।
• ১৯ ওভারে জিম্বাবোয়ে ১৫৫/৬।
• এই ওভারের শেষ বলে আবার উনাদকরকে ওভার বাউন্ডারি হাঁকালেন চিগুমবুরা।
• উনাদকরকে চিগুমবুরা পর পর বাউন্ডারি, ওভার বাউন্ডারি।
• ১৮ ওভারে জিম্বাবোয়ে ১৩৪/৬।
• বুমরাহের প্রথম বলেই আউট ক্রেমার।
• ১৭ ওভারের শেষে স্কোর ১৩০/৬
• চাহালের এক ওভারে দু’টি ছয় মারলেন চিগুম্বরা।
• ১৬ ওভারে স্কোর ১১৫/৫।
• অক্ষর পটেলের বলে আউট হলেন মুটুমবোদজি।
• ১৫ ওভারে জিম্বাবোয়ে ১১১/৪।
• রান আউট সিকন্দর রাজা।
• চাহালের বলে আউট হলেন ওয়ালার।
• ১২ ওভারে জিম্বাবোয়ে ৯১/২।
• এই ওভার থেকে এল ১১ রান।
• ধবনকে ওয়ালের জোড়া বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ৮ রান।
• ১১ ওভারে জিম্বাবোয়ে ৮০/২।
• ১০ ওভারে জিম্বাবোয়ে ৭২/২।
• সিকান্দর রাজার জোড়া বাউন্ডারির সৌজন্যে এই ওভার থেকে এল ১০ রান।
• ৯ ওভারে জিম্বাবোয়ে ৬৭/২।
• এই ওভার থেকেএল ৭ রান।
• ধবনকে সিকান্দরের বাউন্ডারি।
• ৮ ওভারে জিম্বাবোয়ে ৫৭/২।
• এই ওভার থেকে এল ৯ রান।
• ৭ ওভারে জিম্বাবোয়ে ৫০/২।
• আউট...
• ঋশি ধবনকে চিভাভার বাউন্ডারি।
• এই ওভার থেকে এল ৮ রান।
• ৬ ওভারে জিম্বাবোয়ে ৪১/১।
• উনাদকরের বলে আহত হলেন তিনি।
• মুতুম্বানি আহত হয়ে মাঠ ছাড়লেন।
• বুমরাহর মেডেন ওভার ও এক উইকেট।
• ৫ ওভারে জিম্বাবোয়ে ৩৩/১।
• বুমরাহর বলে ধোনিকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন মাসাকাজা। করলেন ২৫ রান।
• আউট...
• এই ওভার থেকে এল ১৩ রান।
• ৪ ওভারে জিম্বাবোয়ে ৩৩/০।
• উনাদকরকে মাসাকাজার জোড়া ছক্কা।
• ম্যাচের প্রথম ছয়। ধবনের বলে ওভার বাউন্ডারি মারলেন মাসাকাদজা।
• এই ওভার থেকে এল ৬ রান।
• ৩ ওভার শেষে স্কোর ২০/০
• দ্বিতীয় ওভারে এল ১৪ রান।
• ২ ওভার শেষে স্কোর ১৪/০
• ম্যাচের প্রথম ছয়। ধবনের বলে ওভার বাউন্ডারি মারলেন মাসাকাদজা।
• প্রথম ওভার থেকে এল ২ রান।
• ১ ওভার শেষে স্কোর ২/০
• জিম্বাবোয়ের হয়ে ওপেনিং করলেন মাসাকাদজা এবং চিবাহা।
• খেলা শুরু।