বেঙ্গালুরুতে দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপের ফাইনালে বাজিমাত ব্লু ব্রিগেডেরই। ছবি: পিটিআই।
হোক না তা দৃষ্টিহীনদের ক্রিকেট কিন্তু বিশ্বকাপের আসরে সামনে যখন পাকিস্তান তখন বদলে যায় সব আবহ, বদলে যায় মানসিকতাও। তাই চোখে দেখতে না পেলেও মনের দৃষ্টি বলে দেয় সামনের প্রতিপক্ষ পাকিস্তান। তাই জিততেই হবে। এ বারও তার অন্যথা হল না। বরং পাকিস্তানকে হারিয়ে ব্লাইন্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন আবার ভারত। ধরে রাখল গতবারের ট্রফি।
৯ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। রবিবার বেঙ্গালুরুতে দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপের ফাইনালে বাজিমাত ব্লু ব্রিগেডেরই। এই ম্যাচ ঘিরে উত্তেজনাও ছিল টানটান। পরে ব্যাট করতে নেমে ১৯৮ রান তাড়া করে এক উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নিল ভারত। ২০১২তে প্রথম দৃষ্টিহীনদের বিশ্বকাপও এসেছিল ভারতেরই ঘরে। সে বারও ভারত ২৯ রানে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতে নিয়েছিল।
আরও পড়ুন: দ্রুততম ২৫০ উইকেটের বিশ্বরেকর্ড অশ্বিনের দখলে
রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনার বদর মুনির ৫৭ রানের সুবাদে শুরুটা ভালই করেছিল পাকিস্তান। কিন্তু পরে সেই খেলা ধরে রাখতে পারেনি পাকিস্তানের মিডল অর্ডার। নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৯৭ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। কেতন পটেল এবং জাফর ইকবাল দুটো করে উইকেট নেন।
পুরস্কার হাতে গোটা দল। ছবি: পিটিআই।
এর পর ১৯৮ রানের লক্ষ্যে নেমে ২.২ ওভার বাকি থাকতেই জয়ের রান তুলে নেন ভারতের ব্যাটসম্যানরা। ওপেনার প্রকাশ জয়রামাইয়া এবং অজয়কুমারের ওপেনিং জুটিই জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিল। জয়রামাইয়া দিনের শেষে করেন ৯৯।