পুণে যাত্রা আটকে গেল ক্রোমার

বসে নেই কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল যেমন আই এসএল টিমগুলির সঙ্গে ম্যাচ খেলছে, তেমনই আজ শনিবার পুণে রওনা হচ্ছে মোহনবাগান। শুক্রবার গোয়ার মাঠে খালিদ জামিলের টিম ২-১ হারাল এফ সি গোয়াকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৭ ০৪:৪৪
Share:

আই লিগের সূচি কবে চূড়ান্ত হবে কেউ জানে না। আদালতের রায়ে প্রফুল্ল পটেলদের কমিটি বাতিল হওয়ার পর কারা চালাবে লিগ, তা নিয়েও ধোঁয়াশা অব্যাহত। শুক্রবার রাত পর্যন্ত রায়ের কপি হাতে পাননি ফেডারেশন কর্তারা। শোনা যাচ্ছে, সোমবার থেকে ফেডারেশনের দায়িত্ব নেবেন আদালত নিযুক্ত প্রশাসক এস ওয়াই কুরেশি। তারপর হয়তো বেরোবে লিগের সূচি। দিল্লির ফুটবল হাউসের এ রকমই খবর।

Advertisement

তাতে অবশ্য বসে নেই কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল যেমন আই এসএল টিমগুলির সঙ্গে ম্যাচ খেলছে, তেমনই আজ শনিবার পুণে রওনা হচ্ছে মোহনবাগান। শুক্রবার গোয়ার মাঠে খালিদ জামিলের টিম ২-১ হারাল এফ সি গোয়াকে। লাল-হলুদের গোলদাতা ব্র্যান্ডন ভানলালরেমডিকা এবং চার্লস ডি’ সুজা। গোয়ার গোলটি মনবীর সিংহের। সঞ্জয় সেনের টিম অবশ্য প্রথম ম্যাচ খেলবে সোমবার এফসি পুনে সিটির বিরুদ্ধে। মোহনবাগানের পরের ম্যাচ ৯ নভেম্বর গোয়ায়। সনি নর্দে অনুশীলনে যোগ দেওয়ার পর এটাই তাঁর প্রথম শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ খেলা। সনি দলের সঙ্গে গেলেও ভিসা সমস্যায় পুণে যেতে পারছেন না টিমের আর এক বিদেশি তারকা আনসুমানা ক্রোমা। সমস্যা মেটাতে গোয়া হয়ে তাঁকে যেতে হবে লাইবেরিয়ায়। চোটের জন্য ২২ জনের দলে নেই আজহারউদ্দিন মল্লিক ও শিল্টন ডি সিলভাও। কোচ সঞ্জয় সেন বললেন, ‘‘এ সব ম্যাচে জেতা-হারা বড় কথা নয়। টিমটাকে তৈরি করাই লক্ষ্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement